আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমরা রক্ত দিয়েছে স্থানীয় নির্বাচনের জন্য নয়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমরা রক্ত দিয়েছে গেছে স্থানীয় নির্বাচনের জন্য নয়। দেশের মানুষের গণতন্ত্র ফেরত দেওয়ার জন্য। কাজেই সেই রক্তের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে।

রোববার বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দিনাজপুরের হিলিতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও চারাগাছ বিতরণকালে তিনি এসব কথা হলেন।

ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, আজকে যারা জাতীয় নির্বাচনকে দূরে ঠেলে স্থানীয় নির্বাচনের কথা বলেন তারা কি চান দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হোক? গত চারটি টার্ম মানুষ ভোট দিতে পারে নাই। জনগণ তাদের অধিকার চায়, ভোটাধিকার চায়, গণতন্ত্র চায়। ১৭ বছরের সেই আন্দোলনের ফসল যার পরিমিত কাল ছিল ৫ আগস্ট। শহীদের এই জুলাই মাসে দাঁড়িয়ে থেকে অহেতুক অনৈক্য সৃষ্টি করবেন না। ঐক্যবদ্ধ জাতি বাংলাদেশকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। তাই সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন- দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক আকরাম হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ জেলা ও উপজেলা বিএনপির নেতা কর্মীরা

দিনাজপুর জেলার ৬ আসনের চারটি উপজেলায় এক লাখ ফলজ ও বনজ রোপণের লক্ষ্যে এই বৃক্ষরোপণ কর্মসূচি চলছে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More