তুই পারবি’, তানভীরকে বলেছিলেন মিরাজ

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে হেরে যাওয়ায় চাপেই পড়ে গিয়েছিল বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে লঙ্কানদের হারাতেই হতো। সে লক্ষ্য সফল হয়েছে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে রুদ্ধশ্বাস দ্বিতীয় ওয়ানডেতে লঙ্কানদের ১৬ রানে হারিয়ে সিরিজ সমতায় ফিরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এই গুরুত্বপূর্ণ জয়ে বল হাতে দারুণ অবদান রেখেছেন স্পিনার তানভীর ইসলাম। ৩৯ রানে ৫ উইকেট শিকার করে লঙ্কান ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন তিনি। কুশল মেন্ডিস, নিশান মাদুশকারা তার বোলিংয়ে খাবি খেয়েছেন।

বাংলাদেশকে ম্যাচ জিতিয়ে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে তিনিও আসেন সংবাদ সম্মেলনে। জানান প্রথম ২ ওভারে ২২ রান দিলেও তার প্রতি আস্থা রেখেছিলেন অধিনায়ক মিরাজ। লঙ্কান ব্যাটাররা তানভীরের ওপর চড়াও হলেও তাকে আক্রমণাত্মক বোলিং চালিয়ে যেতে বলেছিলেন অধিনায়ক।

সেই পরিকল্পনা নিয়ে তানভির বলেন, ‘প্রথম দুই ওভারে ২২ রান হজমের পর ক্যাপ্টেন (মিরাজ) আমার পাশে এসে বললো, তানভির, বোলাররাই মার খায়, তুই পারবি। আমি তোকে একটা বিশ্বাস দিলাম, তুই সর্বোচ্চ চেষ্টা কর। ক্যাপ্টেনের কথা মতো, ইনশাআল্লাহ চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ ভালো কিছু হইছে।’

এদিন টস জিতে আগে ব্যাট করে ২৪৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। পারভেজ ইমন এবং তাওহীদ হৃদয়ের ফিফটির সঙ্গে লেজের সারির তানজিম সাকিবের ৩৩ রানের অপরাজিত ক্যামিও এই রান পায় দল। তবে জয়ের জন্য এই রান যথেষ্ট হবে কিনা–তা নিয়ে সংশয় থাকলেও আত্মবিশ্বাসের কমতি ছিল না।

তানভীরের ভাষায়, ‘প্রথম আমরা যখন রানটা করছিলাম, ক্যাপ্টেন এবং আরো ম্যানেজমেন্ট যারা ছিলো, সবাই বলছে এই রানটা আমরা ডিফেন্ড করতে পারবো। আমরা আমাদের সবার ভিতরে সেই বিশ্বাসটা, ক্যাপ্টেন এবং ম্যানেজমেন্ট সবাই দিয়েছে যে আমরাও পারবো

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More