দামুড়হুদার নাটুদায় আষাঢ়ের বৃষ্টিতে খালবিল থইথই:মাছ ধরায় গ্রামীণ জনপদে জমছে উৎসবের আমেজ

নাটুদা প্রতিনিধি:চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার নাটুদায় আষাঢ়ের শুরুতেই ভারী বর্ষণে খালবিল, নদীনালা পানিতে থইথই করে উঠেছে। ফলে গ্রামীণ জনপদে নেমে এসেছে এক অন্যরকম উৎসবের আমেজ মাছ ধরার উৎসব। প্রতি বছর বর্ষাকালে এমন দৃশ্য দেখা গেলেও এবার আষাঢ়ের শুরুতেই যে বৃষ্টির পরিমাণ বেড়েছে, তাতে অনেক আগেই মাছ ধরার হিরিক জমে উঠেছে।

স্থানীয়রা জানান, আষাঢ়-শ্রাবণ মাস বর্ষাকাল হলেও এ বছর আষাঢ়েই নেমে এসেছে প্রবল বর্ষণ। আর এই পানিতেই গ্রামবাংলার চিরচেনা মাছ ধরার চিত্র মাঠে-ঘাটে,খালে-বিলে ফিরে এসেছে। প্রতিদিনই জাল, বর্শি,কিংবা বৃত্তি হাতে নিয়ে বের হচ্ছেন শত শত মানুষ।
গতকাল রবিবার দুপুরে নাটুদা ইউনিয়নের চন্দ্রবাস গ্রামের মাছ শিকারী আসাদুল ও জিয়াউর রহমান বলেন,রিমঝিম বৃষ্টিতেও ছোট-বড় নানা প্রজাতির মাছ পড়ে বৃত্তিতে। আর বৃষ্টি থামলেই যখন একটু রোদ ওঠে, তখন তো মাছ পড়ার যেন ধুম পড়ে যায়। মাছ ধরাটা শুধু শখ না, আমাদের কাছে এক আনন্দের উপলক্ষ। আরও জানান, মাছ ধরার সময় পরিবারের গৃহিণীরাও অধীর আগ্রহে অপেক্ষা করেন, কখন মাছ নিয়ে ঘরে ফিরবে স্বজনরা। রান্নাঘরে তখন শুরু হয় নতুন মাছ দিয়ে সুস্বাদু খাবার তৈরির আয়োজন।
সুশীল সমাজের প্রবীণ ব্যক্তিরা বলেন, গ্রামীণ জনজীবনে বর্ষাকালের এই মাছ ধরা যেন এক ঐতিহ্যবাহী মিলনমেলা। এই মাসে চোখ যতদূর যাই দেখি শুধু পানি আর পানি। প্রাচীনকাল থেকেই আষাঢ় শ্রাবণ ঘিরে বাঙালির জীবনে এই সময়টার আলাদা আবেগ রয়েছে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More