জীবননগরে মাদক ক্রয়-বিক্রয়ে বাধা দেয়ায় বাড়ি ভাঙচুর স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ

জীবননগর ব্যুরো: জীবননগর শহরের পোস্ট অফিসপাড়ায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ে বাধা দেয়ায় বাড়ি ভাঙচুর করে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল বুধবার থানাতে লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগে জানা যায়, পোস্ট অফিসপাড়ার আব্দুল মান্নানের ছেলে রাহেন উদ্দিন (৩৫) ও রাসেল মিয়া (৩০) দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। মাদক ক্রয়-বিক্রয়ে প্রতিরোধে একই এলাকার রমজান আলীর ছেলে কাজল মিয়া (৩২) ও স্থানীয় লোকজন আবাসিক এলাকায় তাদেরকে মাদক সেবন ও ক্রয় বিক্রয় করতে নিষেধ করে। এতে তারা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কাজলের বাড়িতে হামলা চালায়। একই সাথে পরিবারের লোকজনকে বেধড়ক মারপিট করে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাই করে। রমজান আলীর স্ত্রী কোহিনুর বেগম জানান, আমরা পোস্টঅফিস পাড়ায় দীর্ঘদিন ধরে স্বামী সন্তান নিয়ে বসবাস করছি। কিন্তু বাড়ির পাশে মৃত লুৎফর ম-লের ছেলে আব্দুল মান্নান মিয়া (৫৫) ও তার দুই ছেলে রাহেন মিয়া এবং রাসেল মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সাথে জড়িত। তারা তাদের বাড়িতে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাদক ক্রয় বিক্রয় করে আসছে। গত সোমবার আনুমানিক রাত ৮টার দিকে আমার ছেলে কাজল মিয়া ও স্থানীয় লোকজন তাদেরকে মাদক ক্রয়-বিক্রয় করতে নিষেধ করে। এতে তারা ক্ষিপ্ত হয় এবং আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে আমার বাড়িতে এসে আমাদেরকে বেধড়ক মারপিটসহ ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। এছাড়াও আমার গলায় থাকা আট আনা ওজনের স্বর্ণের চেন এবং আমার বৌমা সাবিনার গলায় থাকা চার আনা ওজনের স্বর্ণের চেন ছিনিয়ে নেয়। এছাড়াও তারা আমার ঘরের বাক্স ভেঙে গরু বিক্রির নগদ এক লাখ ২৫ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। তিনি আরও বলেন, আমরা আইনগত ব্যবস্থা নেয়াই মাদক ব্যবসায়ীরা আমাদেরকে মেরে ফেলার হুমকি-ধামকি দিচ্ছে। এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস জানান, আমরা এ বিষয়ে জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More