জীবননগরে বিদ্যুৎস্পৃষ্টে আহত ওয়েল্ডিং দোকানি মিঠু অবশেষে মারা গেছেন

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের পুরন্দপুর গ্রামের জামে মসজিদের দোতালায় মাইকের ঝালায়ের কাজ করাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত মিঠু (৩৫) দীর্ঘ ৪৫দিন চিকিৎসাধীন থাকাবস্থায় অবশেষে গতকাল বুধবার ভোরে মারা গেছেন। গত ২৫ মে মিঠু বিদ্যুৎস্পৃষ্টে ঝলসে যান। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। জানা গেছে, জীবননগর উপজেলা হাসাদাহ ইউনিয়নের পুরন্দপুর গ্রামের ফজলু মন্ডলের ছেলে দুই সন্তানের জনক মিঠু মন্ডল নিজ গ্রামের জামে মসজিদের দোতালায় মাইকের ঝালায়ের কাজ করছিলো। মিঠু মসজিদের দোতালায় গিয়ে মাইক ঝালায়ের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় মিঠু মসজিদের দোতালা থেকে ছিটকে ৩৩হাজার কেভি লাইনের ওপর পড়ে। এ সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার বুক পেট ও হাত-পা পুড়ে যায়। মিঠুকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করেন। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের আইসিইউতে দীর্ঘ ৪৫দিন চিকিৎসাধীন থাকাবস্থায় অবশেষে গতকাল তিনি মারা যান। মিঠু মাধবপুর বাজারে একটি ওয়েল্ডিংয়ের দোকান পরিচালনা করতেন বলে জানা যায়।

 

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More