দক্ষিণ কোরিয়ার কেপপ ব্যান্ড এনসিটি’র সাবেক সদস্য তেইলকে (মূল নাম মুন তে-ইল) ধর্ষণের অভিযোগে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।
৩১ বছর বয়সী তেইল এবং তার দুই সহযোগী লি ও হং গত জুন মাসে আদালতে একজন চীনা পর্যটককে পালাক্রমে যৌন নিপীড়নের কথা স্বীকার করেন।
সিওলের একটি জেলা আদালত এই অপরাধকে ‘অত্যন্ত গুরুতর’ বলে অভিহিত করলেও রাষ্ট্রপক্ষের দাবি করা সাত বছরের কারাদণ্ডের অর্ধেক শাস্তিই তাদের দিয়েছে। আদালতের ভাষ্য, তারা প্রথমবারের মতো এমন অপরাধে জড়িয়েছেন, তাই কিছুটা শিথিলতা দেওয়া হয়েছে।
তবে আদালত তিনজনকেই যৌন সহিংসতার অপরাধীদের জন্য নির্ধারিত ৪০ ঘণ্টার মনস্তাত্ত্বিক চিকিৎসা কর্মসূচিতে অংশগ্রহণের আদেশও দিয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, তারা সিওলের ইটাওয়ন জেলার একটি বারে ভুক্তভোগীর সঙ্গে দেখা করেন এবং একসঙ্গে মদ্যপান করেন। ভুক্তভোগী গুরুতর মাতাল হয়ে পড়লে তারা তাকে একটি ট্যাক্সিতে করে লির বাড়িতে নিয়ে যান, সেখানেই ধর্ষণের ঘটনা ঘটে।
দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী, এটি ‘গ্রুপ অ্যাটাক’-এর মাধ্যমে সংঘটিত হওয়ায় এটি একটি ‘অ্যাগ্রাভেটেড রেইপ’ (বর্ধিত মাত্রার ধর্ষণ) হিসেবে বিবেচিত হয়। একইসঙ্গে, ভুক্তভোগী অচেতন থাকায় এটি ‘কোয়াসি রেইপ’ (আংশিক ধর্ষণ) হিসেবেও গণ্য হয়।
২০২৩ সালের আগস্টে, যখন প্রথম এই অভিযোগ সামনে আসে, তখন তেইল এনসিটি থেকে বের হয়ে যান। যদিও তখনো অপরাধের বিস্তারিত প্রকাশ পায়নি।
উল্লেখ্য, ২০১৬ সালের জানুয়ারিতে এনসিটিকে একটি কেপপ ব্যান্ড হিসেবে পরিচিত করানো হয়। তাদের সংগীতে বিভিন্ন ঘরানার পরীক্ষামূলক বৈচিত্র্য রয়েছে এবং তাদের কিছু গান বিলবোর্ড চার্টেও স্থান পায়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.