মহেশপুর প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুরে পৌর কৃষকদলের আয়োজনে” দেশের বায়ু,দেশের মাটি,গাছ লাগিয়ে করবো খাঁটি” এই প্রতিপাদকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে জি এইচ জিপি পৌর মাধ্যমিক বিদ্যালয় মাঠে পৌর কৃষকদলের আহবায়ক এসএম বাবুল আক্তারের সভাপতিত্বে বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিএনপি জাতীয় কমিটির তথ্য ও গবেষনা বিষয়ক সহ- সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর কৃষক দলের সদস্য সচিব নাহিদ পারভেজ রাজা। আরো উপস্থিত ছিলেন,তারেক পরিষদের সভাপতি কবিরুজ্জামান লিটন,সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মহেশপুর বিএনপি থানা কমিটির তাঁতি বিষয়ক সম্পাদক অলিয়ার রহমান,,,বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি(অব্যাহিত) সুজানুর রহমান, পৌর কৃষক দলের যুগ্ন আহবায়ক আলমগীর কবির,নাটিমা কৃষক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক সামছুল হক,নেপা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,আমাদেরকে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষা করতে হবে,, আমরা সবাই বেশি বেশি গাছ লাগাবো। তিনি আরো বলেন সামনে জাতীয় নির্বাচন সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে ,মহেশপুর কোটচাদপুর তারেক রহমানের ঘাটি। আমরা ঐক্যবদ্ধ থাকলে আমাদের বিজয় নিশ্চিত। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জি এইচ জিপি বিদ্যালয়ে গাছ লাগান ও কৃষকদের মাঝে গাছ বিতরণ করেন এবং বালিগর্ত বাজারে গণসংযোগ করেন।
শামীম ওসমান
মহেশপুর,ঝিনাইদহ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.