নাটুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামে মোস্তফা কামাল নামের একদিন মজুরের ঋণের টাকায় কেনা একটি পাখিভ্যান চুরি হওয়ার ঘটনা ঘটেছে। মোস্তফা কামাল চারুলিয়ার ভূমিহীন পাড়ার হযরত আলীর ছেলে। গতকাল শনিবার রাত আনুমানিক ৩ টার দিকে বাড়ির গেট ভেঙে ভ্যানটি চুরি হয় বলে অভিযোগ করেছেন ভ্যান মালিক। মোস্তফা কামাল বলেন, ঘুমানোর আগে আমি বাড়ির গেটে তালা দিয়ে ঘুমাই ছিলাম। রাত ৩টার দিকে বিদ্যুৎ আসলে উঠি দেখি ভ্যান আর নাই। আমি তো ঋণ করে এই ভ্যানটা কিনেছিলাম। এখন এই লোন কিভাবে পরিশোধ করবো বুঝতে পারছি না। পরিবার-পরিজন নিয়ে চরম দুশ্চিন্তায় আছি। স্থানীয়রা জানান, মোস্তফা কামাল একজন পরিশ্রমী মানুষ। ঋণের টাকা নিয়ে পাখিভ্যানটি কিনে সংসার চালাচ্ছিলেন। চুরি যাওয়ার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাছড়া তিনি সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে পরিবারসহ বসবাস করেন। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সহানুভূতি এবং প্রয়োজনীয় সহায়তা কামনা করেছেন এলাকাবাসী।
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.