মাথাভাঙ্গা মনিটর: দেশের মাটিতে সবশেষ জিম্বাবুয়ে সিরিজের সম্প্রচার স্বত্ব কিনতে আগ্রহ দেখায়নি কেউ। পরে রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভিতে সে সিরিজ প্রচারিত হয়। তবে আসন্ন পাকিস্তান সিরিজের জন্য সম্প্রচার স্বত্ব বিক্রি করতে সক্ষম হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সে সিরিজের স্বত্ব কত টাকায় বিক্রি হয়েছে তা এখনই জানাতে চায় না বোর্ড। শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, ‘টিভি স্বত্বের বিষয়টা প্রেস বিজ্ঞপ্তিতেই জানানো হবে। শুরুতে আমরা নির্ধারিত অর্থটা পাইনি। তখন এটা বিভিন্ন প্রতিষ্ঠানে যোগাযোগ করে একদম নির্ধারিত অর্থের সমান সমান-ই পাওয়া গেছে।’‘বিভিন্ন কোম্পানি নিয়েছে (টিভি স্বত্ব)। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং ব্রিটেনের চারটা ভিন্ন প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে। সবকিছু চূড়ান্ত হয়েছে। এখন শুধু চুক্তির আনুষ্ঠানিকতা বাকি। এবার জোন ভাগ করে দিয়েছিলাম সর্বোচ্চ অর্থটা পাওয়ার জন্য’-যোগ করেন তিনি। বিজ্ঞপ্তিতে দেওয়া ৪ কোটিতেই স্বত্ব বিক্রি হয়েছে কিনা জানতে চাইলে বিসিবির এই পরিচালক বলেন, ‘প্রায় আমাদের নির্ধারিত অর্থের কাছাকাছিই (পাওয়া গেছে)। কিন্তু বিডিং হয়েছিল অনেক কম। বিডিং যেহেতু নির্ধারিত অর্থের কাছাকাছি পৌঁছাচ্ছিল না। ওই কারণে যারা আগ্রহ দেখিয়েছিল তাদের সঙ্গে আলোচনা করে নানা প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে।’ প্রসঙ্গত, পাকিস্তান জাতীয় দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১৬ জুলাই সকালে ও রাতে দুটি পৃথক ফ্লাইটে ঢাকায় পৌঁছাবে। ২০ জুলাই মিরপুরের হোম অব ক্রিকেটে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ২২ ও ২৪ জুলাই একই মাঠে অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে নাম লেখালো যে ১৫ দেশ
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.