স্টাফ রিপোর্টার: মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর গ্রামের মাঠে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নাজমুল হক (৩৫) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নাজমুল হক উপজেলার গোপালনগর গ্রামের হাজী জালাল উদ্দিনের ছেলে। গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা মোতাবেক অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদ-ের আদেশ দেন আদালত আদালত। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় গাংনী থানা পুলিশের একটি টিম সহায়তা করেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.