মাত্র ৩০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-পাকিস্তানের আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত সিরিজের টিকিট মিলবে অনলাইনে এবং স্টেডিয়ামের নির্ধারিত বুথে। বিসিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিটি নিবন্ধিত অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ চারটি টিকিট কেনা যাবে। অনলাইনে বিক্রি না হওয়া টিকিট বিক্রি করা হবে স্টেডিয়ামের বাইরের বুথে। কোন কোন বুথে পাওয়া যাবে, সেটা বিসিবির ডিজিটাল প্ল্যাটফর্মে জানানো হবে বলে জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। টিকিট কেনা যাবে এই সাইট থেকে। আগামী ১৫ জুলাই থেকে টিকিট পাওয়া যাবে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক মাহবুব আনাম। দর্শকরা টিকিট প্রিন্ট করে আনার পাশাপাশি মোবাইলে দেখিয়েও ঢুকতে পারবেন বলেও জানিয়েছেন বিসিবির এই পরিচালক। সর্বোচ্চ ৩৫০০ টাকা ও সর্বনি¤œ ৩০০ টাকায় মাঠে বসে খেলা দেখতে পারবেন ক্রিকেট সমর্থকরা। ইস্টার্ন গ্যালারির টিকিট পাওয়া যাবে ৩০০ টাকায়। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড এবং নর্দার্ন গ্যালারির টিকিটের দাম ৪০০ করে। ক্লাব হাউজের টিকিটের দাম ধরা হয়েছে ৮০০ টাকা। সর্বোচ্চ সাড়ে তিন হাজার টাকা দাম ইন্টারন্যাশনাল লাউঞ্জের টিকিট। এছাড়া গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে আড়াই হাজার এবং ইন্টারন্যাশনাল গ্যালারির টিকিট মিলবে দেড় হাজার টাকায়। এদিকে, জুলাই আন্দোলনের সম্মানে ব্লক ৩৬ এর ১০০টি টিকিট জুলাই আন্দোলনে শহীদ এবং আহতদের ফান্ডে দেবে বিসিবি। তবে আগের সিরিজের টিকিটের দামের তুলনায় এবার কিছুটা বেড়েছে। ২০২৪ সালের এপ্রিলে জিম্বাবুয়ের সাথে টি-টোয়েন্টি সিরিজে সর্বনি¤œ ২০০ ও সর্বোচ্চ ১৫০০ টাকায় খেলা দেখতে পেরেছিলেন দর্শকরা। আগামী ২০, ২২ ও ২৪ জুলাই সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More