মাধ্যমিকের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ‘জুলাই অভ্যুত্থান’

স্টাফ রিপোর্টার: ২০২৪ সালের ঐতিহাসিক ‘জুলাই অভ্যুত্থান’ এবার স্থান পেতে যাচ্ছে মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে জানা গেছে, ষষ্ঠ থেকে দশম শ্রেণির ইতিহাস এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের বইগুলোতে এই ঘটনাবলির সংক্ষিপ্ত বিবরণ অন্তর্ভুক্ত করার পরিকল্পনা চলছে। ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে বিষয়টি প্রস্তাব আকারে পাঠানো হয়েছে। সূত্র জানায়, চলতি বছর বাংলা ও ইংরেজি সাহিত্য বইয়ের কিছু অধ্যায়ে প্রাসঙ্গিকভাবে ‘জুলাই আন্দোলন’-এর প্রাথমিক দিকটি অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে ২০২৬ শিক্ষাবর্ষ থেকে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানভিত্তিক পাঠ্যবইয়ে এ অভ্যুত্থানকে একটি পৃথক ও ধারাবাহিক ঐতিহাসিক প্রেক্ষাপটে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে। “বর্তমানে আমাদের ইতিহাস বইগুলো মূলত ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত সীমাবদ্ধ। তবে সময়ের ধারাবাহিকতা রক্ষার নীতিমালার আওতায় ১৯৯০ সালের গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের ‘জুলাই অভ্যুত্থান’-কে সংযুক্ত করার চিন্তাভাবনা চলছে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More