আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিস ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আদায়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজে সন্তোষজনক অগ্রগতি অর্জন করেছে। ১৪ জুলাই সোমবার সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জহিরুল ইসলাম উপজেলার ভূমি অফিস, উপজেলা পরিষদ, আলমডাঙ্গা পৌরসভা ও আলমডাঙ্গা থানা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম ও জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নাঈম।
ভূমি অফিসসূত্রে জানা যায়, চলতি অর্থবছরে (২০২৪-২৫) ভূমি উন্নয়ন কর বাবদ আদায় হয়েছে ২ কোটি ১০ লক্ষ ৫৫ হাজার ২২৫ টাকা, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার ১০৫.১৫ শতাংশ। নামজারি মামলা নিষ্পত্তি হয়েছে ১২ হাজার ৪টি, যা গত অর্থবছরের তুলনায় প্রায় ৩২ শতাংশ বেশি।
অর্পিত সম্পত্তির লীজ নবায়ন হয়েছে ১৯০টি নথির, যা আগের বছরের তুলনায় ১৩৪% বেশি। চান্দিনা ভিটি বন্দোবস্ত দেয়া হয়েছে ১৫টি আবেদন, যার মাধ্যমে রাজস্ব আদায় হয়েছে ৪ লক্ষ ৮ হাজার টাকা।
এছাড়া মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে ৫৭ টি মামলায়, জরিমানা আদায় হয়েছে ৪ লক্ষ ৫১ হাজার ৮০০ টাকা। চলতি অর্থবছরে এই কার্যালয়ের মোট রাজস্ব আদায় দাঁড়িয়েছে ৩ কোটি ২৭ লক্ষ ৩১ হাজার ৩৪৩ টাকা।
প্রশাসনের পক্ষ থেকে এসব অগ্রগতিকে “পরিশ্রম ও দায়িত্বশীলতার ফল” হিসেবে উল্লেখ করা হয়। তবে একইসঙ্গে আরও দক্ষতা ও জনসেবায় উন্নতির প্রয়োজনীয়তার কথাও আলোচনায় উঠে আসে।
এর পূর্বে জেলা প্রশাসক আলমডাঙ্গা থানা, আলমডাঙ্গা পৌরসভা ও উপজেলা পরিষদ পরিদর্শন করেন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম আলমডাঙ্গা থানা পরিদর্শনকালে থানার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং থানার পরিবেশ ও কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি “আলমডাঙ্গা থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় প্রশংসা করেন।
আলমডাঙ্গা থানা, পৌরসভা, ভূমি অফিস ও উপজেলা পরিষদ পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম, সহকারি কমিশনার ভূমি আশীষ কুমার বসু, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নাঈম, আলমডাঙ্গা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নুরুজ্জামান, আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মুহা. মাসুদুর রহমান(পিপিএম), পুলিশ পরির্দশক অপারেশন বিকাশ চন্দ্র সরকার উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.