দামুড়হুদার শিবনগরের গ্রাম্যহাঁট বৃষ্টিতে ক্রেতাশূন্য : দোকানপাট ৩ ঘণ্টার মাথায় বন্ধ।

নাটুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার শিবনগর গ্রামের ঐতিহ্যবাহী গ্রাম্যহাঁট ভারি বর্ষণে ক্রেতাশূন্য হয়ে পড়েছে। টানা বৃষ্টির কারণে কাঁচা মাটির রাস্তাঘাট কর্দমাক্ত হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বিক্রেতা ও ক্রেতারা। গ্রাম্যহাঁটটিতে সাধারণত বেলা ৩টার দিকে প্রায় ১০টি দোকান বসে, তবে এবার মাত্র তিন ঘণ্টার মাথায়, সন্ধ্যার আগেই সব দোকানপাট বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা বাজারটির দোকানঘরগুলোও এখন জরাজীর্ণ অবস্থায় রয়েছে।
বিক্রেতা আলেপ ও মহব্বত জানান, ২০০০ সালে গ্রামবাসীর প্রচেষ্টায় এই বাজার চালু করা হয়। তখন ভালোই চলতো। কিন্তু গত দুই-তিন বছর ধরে বাজারটি অব্যবস্থাপনার শিকার। এবারের টানা বৃষ্টিতে তো কেউই আসছে না। বিক্রি না হওয়ায় কাঁচামালে বড় লোকসানে পড়তে হচ্ছে।
অন্যদিকে গতকাল মঙ্গলবার বিকালে বাজারে আসা ক্রেতা সুমন মিয়া বলেন, বাজারে যেতে কষ্ট হয়, সব জায়গায় পানি জমে থাকে। দোকানিরাও তাড়াতাড়ি চলে যায়। আমরা যারা বাজার করতে যাই, তারাও চরম ভোগান্তির মধ্যে পড়ি। স্থানীয়রা জানান, বাজারটি সংস্কার ও অবকাঠামোগত উন্নয়নের দিকে নজর না দিলে ভবিষ্যতে এটি পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে।

 

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More