ঝিনাইদহে আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, এনজিও, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়ালের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন. মো. কামরুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্র নাথ রায়, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, সহকারী কমিশনার এসএম শাদমান উল আলম এবং প্রেসক্লাব সভাপতি আসিফ ইকবাল কাজল। বক্তারা বলেন, আত্মহত্যা একটি জটিল মানসিক সমস্যা, যার প্রতিকার সম্ভব সচেতনতার মাধ্যমে। এজন্য সমাজের সবাইকে একসাথে কাজ করতে হবে। বিশেষ করে স্কুল পর্যায়ে সচেতনতা কর্মসূচি, প্রচার-প্রচারণা এবং পারিবারিক বন্ধন জোরদার করতে হবে। তারা আরও বলেন, আত্মহত্যা রোধে মাদক ও অপরাধ প্রতিরোধ, ধর্মীয় ও নৈতিক শিক্ষার চর্চা এবং মানসিক স্বাস্থ্যসেবা জোরদার করা জরুরি। কর্মশালায় অংশগ্রহণকারীরা আত্মহত্যা প্রতিরোধে জেলার সর্বস্তরে আরও কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানান।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More