কালীগঞ্জ প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। বুধবার বিকাল ৫ টার পর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ এর নির্দেশে শহরের ফয়লা রোডের দলীয় কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের মেইন বাস স্টান্ডে গিয়ে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ আয়োজন করে।
সমাবেশে উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন , উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুজ্জামান রনি , পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান আলী খোকন , বিএনপি আশরাফুজ্জামান লাল , গোলাম রব্বানী বক্তব্য রাখেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, দেশ নায়ক তারেক রহমান এর বিরুদ্ধে কোন ষড়যন্ত্র সফল হবেনা। কোন ষড়যন্ত্রকারীকে মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। তারেক রহমান ঘোষিত ৩১ দফা দ্রুত বাস্তবায়ন হবে বলেও নেতারা দৃড় প্রত্যয় ব্যক্ত করেন।
মেইন বাস স্টান্ডে সমাবেশ শেষে দলীয় কার্যালয় গিয়ে বিক্ষোভ মিছিল শেষ হয় ।
পূর্ববর্তী পোস্ট
কালীগঞ্জে নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ, তিনদিন পর পাওয়া গেল মরদেহ
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.