আলমডাঙ্গার বাড়াদী গ্রামে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু
বাড়াদী প্রতিনিধি: আলমডাঙ্গার বাড়াদী পশ্চিম পাড়ায় সাপের কামড়ে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে বাড়াদী পশ্চিম পাড়ার মালায়েশিয়া প্রবাসী বাবুল হোসেনের ছেলে মো. তারিনকে (১৪) নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় সাপে কামড় দেয়। বিষয়টি প্রথমে বুঝতে না পারলেও পরে তারিনের কানে কামড়ের দাগ দেখে বুঝতে পারে পরিবারসহ প্রতিবেশীরা। সকাল গড়াতেই তারিনের শারীরিক অবস্থা খারাপ হলে দ্রুত আলমডাঙ্গায় ডাক্তারের কাছে ও পরে কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়া হলে সেখানেই সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়। তারিনের মা রহিমা খাতুন জানায়, হঠাৎ রাতে ছেলে আমাকে ডাকলে গিয়ে দেখি ছেলের কানে কিসে যেন কামড়িয়েছে তখন বিষয়টি না বুঝতে পারলেও পরে ছেলের শরীর খারাপ হওয়া দেখে ডাক্তারের কাছে নিয়ে যায় কুষ্টিয়া হাসপাতালে সেখানে গিয়ে আমার ছেলে মারা যায়। বিষয়টি নিয়ে স্থানীয়রা জানায়, ঘরের পাশে পোল্ট্রি মুরগি রাখা হয় সাথে প্রতিদিন বৃষ্টি হচ্ছে একারণেই হয়তো তারিনের ঘরে সাপ ঢুকতে পারে। কুষ্টিয়া থেকে অ্যাম্বুলেন্সেযোগে বাড়িতে দুপুর ২টার দিকে লাশ এসে পৌছালে তারিনকে একনজর দেখার জন্য ভিড় জমাতে থাকে হাজারো মানুষ। সন্ধ্যা ৬টার দিকে জানাজার নামাজ শেষে গ্রাম্য কবরস্থানে দাফন সম্পন্ন হয়। তারিন আলহাজ্ব মীর খোস্তার আলী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী বলে জানা যায়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.