দামুড়হুদা বাজার বণিক সমিতির ভোট কাল : বইছে উৎসবের আমেজ সভাপতি পদে ত্রিমুখী হলেও সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে দ্বিমুখী লড়াই
মিরাজুল ইসলাম মিরাজ: প্রচার প্রচারণার শেষ মুহূর্তে জমে উঠেছে দামুড়হুদা বাজার বণিক সমিতির ত্রি বার্ষিক নির্বাচন। নির্বাচন উপলক্ষ্যে বাজারে বইছে উৎসবের আমেজ। ব্যানারে, ফেস্টুনে ছেঁয়ে গেছে পুরো দামুড়হুদা বাজার। প্রার্থীরা দিনরাত লিফলেট, নমুনা ব্যালট পেপার হাতে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটাররা রয়েছেন গভীর ভাবনায়। প্রার্থীদের আমলনামা যাচাই বাছাই করে চুলচেরা বিশ্লেষণ করছেন ভোটাররা। বাজারের উন্নয়নে যোগ্য প্রার্থীদের ভোট দিবেন বলছেন ভোটাররা।
জানা গেছে, আগামীকাল শনিবার দামুড়হুদা বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচন উপলক্ষ্যে পুরো দামুড়হুদা বাজার জুড়ে বইছে উৎসবের আমেজ। ভোট পেতে দামুড়হুদা বাজারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা-ের বুলি ছুড়ছেন প্রার্থীরা। ভোটাররা করছেন চুলচেরা বিশ্লেষণ। এবারের নির্বাচনে প্রার্থীদের আমলনামা যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীদেরকে মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করতে চান ভোটাররা। এ নির্বাচনে ভোট যুদ্ধে লড়ছেন যারা; এরা হলেন-সভাপতি পদে মো. আশেখ উদ দৌলা (চেয়ার) প্রতীক, মো. জাহিদুল ইসলাম (হরিণ), মো. মোফাজ্জেল হোসেন (মোটরসাইকেল), সহ-সভাপতি পদে মো. আবুল হাশেম (ডাব), মো. ইউনুছ আলী (আম), মো. জিয়াউর রহমান (কাঁঠাল), মো. মেহেদী হাসান নয়ন (আনারস), সাধারণ সম্পাদক পদে মো. শাহজালাল বাবু (ছাতা), মো. সাজেদুল ইসলাম (ফ্যান), সাংগঠনিক সম্পাদক পদে মো. আব্দুল হাকিম (হাতি), মো. আ. হালিম রিপন (ঘোড়া), সহ-সাংগঠনিক সম্পাদক পদে মো. ইব্রাহিম খলিল (বাল্ব), মো. খালিদ হাসান বেল্টু (মোমবাতি), কোষাধ্যক্ষ পদে মো. আজিজুর রহমান (তালা চাবী), মো. মোমিনুল ইসলাম বিপু (মোবাইল), প্রচার সম্পাদক পদে মো. ইমতিয়াজ হোসেন (অটোরিক্সা), মো. শহিদুল ইসলাম (মাইক), ক্রীড়া সম্পাদক পদে মো. আমিরুল আলী (ক্রিকেট ব্যাট), মো রাশেদুজ্জামান বিল্টু (ফুটবল), দপ্তর সম্পাদক পদে মো. জহুরুল ইসলাম (টিউবওয়েল), মো. শাহ আলম সাঈদ (কাপ-প্রিচ) মো. সলিম উল্লাহ্ (কলম), ১নং ওয়ার্ডে মো. আবু জাফর আলী (চশমা), মো. শহিদুল ইসলাম (মোরগ), ২নং ওয়ার্ডে মো. আমিরুল ইসলাম (জবাফুল) মো. মামুনুর রশীদ (দেওয়াল ঘড়ি), মো. রোজাউল করিম রেজা (রাজহাঁস), ৩নং ওয়ার্ডে মো. আ. ছালাম (গরুগাড়ী), মো. আব্দুর রহমান (বাইসাইকেল), মো. মনজুর কাদির (ট্রাক), ৪নং ওয়ার্ডে মো. ফারুক হোসেন (মই), মো. মুস্তাফিজুর রহমান (মাছ), ৫নং ওয়ার্ডে মো. সাইদুর রহমান (দোয়াত কলম) ও মো. সাহাবুদ্দিন (ঘুঁড়ি)।
দামুড়হুদা বাজার বণিক সমিতির ত্রি বার্ষিক নির্বাচনের রিটানিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. রাফিজুল ইসলাম বলেন, প্রচার প্রচারণার শেষ মুহূর্তে জমে উঠেছে নির্বাচন। আচরণ বিধি মেনে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আজ শুক্রবার রাত ১০টায় শেষ হবে নির্বাচনি প্রচার প্রচারণা। যদি কেউ নির্বাচনি আচরণ বিধি ভঙ্গ করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। একটি অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া হবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.