চুয়াডাঙ্গায় ১২০ জন তুলা চাষীর মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ২০২৫-২৬ মৌসুমে তুলা ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে তুলা উন্নয়ন বোর্ড, চুয়াডাঙ্গা। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫ টার সময় চুয়াডাঙ্গার বেলগাছি হাজি মোড়ে সদর উপজেলার ১২০ জন তুলা চাষীর হাতে তুলা উন্নয়ন বোর্ড চুয়াডাঙ্গা জোন কার্যালয় থেকে এসব উপকরণ হস্তান্তর করা হয়। চাষীদের মাঝে বিতরণকৃত উপকরণগুলো হলো হাইব্রিড তুলাবীজ ৬০০ গ্রাম, ইউরিয়া ২৫ কেজি, টিএসপি ৫০ কেজি, পটাস ৫০ কেজি, বোরন ২ কেজি, ডাইফেনথউরোন ২০০ মিলি, স্পিনোসেড ১০০ মিলি, ছত্রাকনাশক ১৫০ মিলি এবং পিজি আর (প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর) ৩০০ মিলিলিটার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুলা উন্নয়ন বোর্ডের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা সেন দেবাশীষ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি এবং কটন ইউনিটের কর্মকর্তা শয়েন চন্দ্র বর্মন। চুয়াডাঙ্গা সদরের বিভিন্ন এলাকার কৃষকরা এই প্রণোদনায় অত্যন্ত উপকৃত ও সন্তুষ্ট। তাদের মতে, এই সহায়তা তুলা আবাদে বাস্তব সহায়ক ভূমিকা রাখবে এবং উৎপাদন খরচ কমিয়ে লাভজনক চাষে উৎসাহিত করবে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More