স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গা শহর ও আশপাশের এলাকায় মালিক বিহীনভাবে ছেড়ে রাখা গরুর কারণে জনদুর্ভোগ বাড়ছে—এমন অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন নিয়েছে কঠোর পদক্ষেপ।
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক জহিরুল ইসলাম বৃহস্পতিবার দৈনিক মাথাভাঙ্গা-কে জানান, “পৌর এলাকায় যত্রতত্র ঘুরে বেড়ানো গরুর কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে এবং যান চলাচলে বিঘ্ন ঘটছে। আমরা এরই মধ্যে অভিযান শুরু করেছি। বেশ কয়েকটি গরু আটক করা হয়েছে।”
তিনি আরও বলেন, “যদি কেউ এসে গরুর মালিকানা দাবি করেন, তাহলে তাঁকে নির্ধারিত জরিমানা দিয়ে গরু ছাড়িয়ে নিতে হবে। সেই সময় সাংবাদিকদের উপস্থিতিতে ছবি তুলে মালিকের কাছে গরু হস্তান্তর করা হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ মালিকানা দাবি না করলে, সরকারি বিধি অনুযায়ী গরুগুলো নিলামে বিক্রি করা হবে।”
তিনি আরও বলেন, “যদি কেউ এসে গরুর মালিকানা দাবি করেন, তাহলে তাঁকে নির্ধারিত জরিমানা দিয়ে গরু ছাড়িয়ে নিতে হবে। সেই সময় সাংবাদিকদের উপস্থিতিতে ছবি তুলে মালিকের কাছে গরু হস্তান্তর করা হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ মালিকানা দাবি না করলে, সরকারি বিধি অনুযায়ী গরুগুলো নিলামে বিক্রি করা হবে।”
জননিরাপত্তা ও শহরের শৃঙ্খলা বজায় রাখতে এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন তারা। ভবিষ্যতে গরু অবাধে ছেড়ে রাখার প্রবণতা না কমলে জরিমানার পরিমাণ আরও বাড়ানো হবে বলেও তিনি সতর্ক করেন।
প্রশাসনের এ ধরনের পদক্ষেপকে অনেকেই স্বাগত জানালেও, সংশ্লিষ্ট মহল সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন। তারা মনে করছেন, জনসচেতনতা ছাড়া দীর্ঘমেয়াদে সমস্যার সমাধান সম্ভব নয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.