রেসিপি কনটেস্টে মিষ্টি জান্নাত

ঢাকাই সিনেমার নায়িকা মিষ্টি জান্নাত। সামাজিক মাধ্যমে তিনি সবসময় আলোচনায় থাকেন বিভিন্ন ইস্যু নিয়ে। কিছুদিন আগেই শাকিব খান প্রসঙ্গেও বেশ আলোচনা হয় তাকে। তবে সকল আলোচনা-সমালোচনাকে ছাপিয়ে নিজের মতো করেই কাজ করে যাচ্ছেন এ অভিনেত্রী। বিভিন্ন শো-তে অংশ নেয়ার পাশাপাশি আমন্ত্রিত অতিথি হয়েও উপস্থিত হচ্ছেন বিভিন্ন আয়োজনে।

সম্প্রতি আয়োজিত হয় ‘পারফেক্ট রেসিপি কনটেস্ট ২০২৫’র দ্বিতীয় সিজন । দেশব্যাপী রন্ধনশিল্পীদেরকে ঐতিহ্যবাহী ও নতুন রেসিপি উদ্ভাবনে উৎসাহিত করতে এমন আয়োজন করেন নাহার নারী উন্নয়ন ফাউন্ডেশন এবং পারফেক্ট ইলেকট্রনিক্স ।

আর এ আয়োজনের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মিষ্টি জান্নাত। তার সঙ্গে ছিলেন শোবিজের আরও একঝাক তারকা। আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা রাজ রিপা, মডেল নাজমী জান্নাত, সেলিব্রেটি ক্রিকেটার তুলিকা, ফ্যাশন কোরিওগ্রাফার বুলবুল টুম্পা, কুকিং এসোসিয়েশন এর সাধারন সম্পাদক মেহেরুন নেসা, ওমেন কালিনারী এসোসিয়েশন এর সিনিয়র এডভাইজর শাহীন আফরোজ, আলোকিত নারী কল্যান ফাউন্ডেশনের সভাপতি শারমিন সেলিম তুলি, এশিয়ান টেলিভিশন এর সিনিয়র নিউজ প্রেজেন্টার মারিয়ম ইকোসহ আরো অনেকে।

উক্ত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩০ জন রন্ধনশিল্পী তাদের নিজস্ব রন্ধনশৈলী প্রদর্শন করেন।

বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ওমেন কালিনারী এসোসিয়েশনের সিনিয়র এডভাইজর শাহীন আফরোজ, পুস্টিবিদ ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারী রেবেকা সুলতানা, প্রাণ-আরএফএল গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার মোঃ সালেকিন ইমাম, রন্ধনশিল্পী সাবরিন হক, রুবিনা রুবি, ফাতেমা লাকি, নাজরীন রহিম।

অনুষ্ঠান প্রসঙ্গে মিষ্টি জান্নাত বলেন, ‘সমগ্র বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নার রেসিপিগুলোকে সকলের সামনে তুলে ধরা, নারীদের মধ্যে গৃহস্থালী রন্ধনশৈলীর প্রতিযোগিতা ও উদ্ভাবনী ক্ষমতাকে সামনে আনাই ছিল এ আয়োজনের উদ্দেশ্য। যাতে ঘরোয়া কাজের মধ্য দিয়েও নারীদের আত্মপ্রকাশের সুযোগ তৈরি হয়।’

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More