হাজারীবাগ, লালবাগ ও কামরাঙ্গীরচরে এনসিপির মানববন্ধন ও থানায় স্মারকলিপি পেশ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহিদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং পলাতক আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজধানীর হাজারীবাগ, লালবাগ ও কামরাঙ্গীরচর থানার সামনে একযোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যার পর থেকে ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির কেন্দ্রীয় কমিটির পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই তিন থানায় পৃথকভাবে মানববন্ধনের আয়োজন করা হয়। সংশ্লিষ্ট থানাগুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে স্মারকলিপি জমা দেন এনসিপির নেতৃবৃন্দ।

কর্মসূচির শুরুতে শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর নেতাকর্মীরা থানা প্রাঙ্গণে দাঁড়িয়ে বক্তব্য রাখেন এবং সরকারের কাছে বিচারের দাবি জানান।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জাতিসংঘের মানবাধিকার রিপোর্ট অনুযায়ী, গত বছরের জুলাই মাসে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের নির্দেশে প্রায় ১,৫০০ নিরীহ নাগরিককে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন হাজার হাজার সাধারণ মানুষ। এখনো অধিকাংশ খুনি ও সন্ত্রাসী প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বরং অনেককে ধরা হলেও পরে ছেড়ে দেওয়া হচ্ছে, যা জনগণের মধ্যে ক্ষোভ ও হতাশা সৃষ্টি করেছে।

এনসিপির নেতারা বলেন, শহিদ পরিবারের সদস্যরা আজও ন্যায়বিচারের আশায় পথে পথে ঘুরছেন, আহত বিপ্লবীরা চিকিৎসার অভাবে মানবেতর জীবনযাপন করছেন। অথচ অপরাধীরা দিব্যি মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। বর্ষপূর্তির এই সময়েও বিপ্লবী ছাত্র-জনতাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, চালানো হচ্ছে চোরাগোপ্তা হামলা।

মানববন্ধন থেকে দাবি জানানো হয়, ঢাকাসহ সারাদেশে ঘাপটি মেরে থাকা পলাতক আওয়ামী সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করতে হবে। প্রয়োজনে ঢাকায় চিরুনি অভিযান চালানোর আহ্বান জানানো হয়। এ ক্ষেত্রে বিপ্লবী ছাত্র-জনতা ও এনসিপি নেতাকর্মীরা পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহায়তা করতে প্রস্তুত আছেন বলেও জানান তারা।

স্মারকলিপি প্রদান শেষে বক্তারা বলেন, ‌‘এই বিচারহীনতা চলতে দেওয়া যায় না। যদি সরকার খুনিদের গ্রেপ্তার না করে, তাহলে জনগণই ব্যবস্থা নিতে বাধ্য হবে।’

তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান, যেন থানার অধীনস্থ এলাকায় কোনো অপরাধী আশ্রয় না পায় এবং পুলিশ সর্বদা সজাগ থাকে।

হাজারীবাগ থানার পক্ষে উপস্থিত ছিলেন, সাদমান সাকিব, মোবাশ্বের আহমেদ জিসান, মো. সাব্বির হোসেন, শাহীন আহমেদ, খলিলুর রহমান, নিপা মনি ও আহসান জুয়েল প্রমুখ।

কামরাঙ্গীরচর থানার পক্ষে, সিফাত সুলতানা মিম, অ্যাডভোকেট মেহেদী হাসান, মাহমুদুল হক জালিস, স্মৃতি আহমেদ, সোভা ইসলাম ও দেওয়ান শফিক প্রমুখ।

লালবাগ থানার পক্ষে, রাজু আহমেদ, সালমা আক্তার, মো. ইউসুফ হোসেন প্রমুখ নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More