‘হ্যারি পটার’ সিরিজের দুই তারকা—এমা ওয়াটসন ও জোয়ি ওয়ানামেকার—একই দিনে যুক্তরাজ্যে ছয় মাসের জন্য ড্রাইভিং নিষেধাজ্ঞার মুখে পড়েছেন। গত বুধবার (১৬ জুলাই) ইংল্যান্ডের হাই উইকাম ম্যাজিস্ট্রেট কোর্টে এই রায় ঘোষণা করা হয়।
বিবিসির খবরে জানানো হয়েছে, অভিনেত্রী এমা ওয়াটসনের বিরুদ্ধে অভিযোগ, ২০২৩ সালের ৩১ জুলাই তিনি অক্সফোর্ডে ৩০ মাইল গতিসীমার রাস্তায় ৩৮ মাইল বেগে গাড়ি চালিয়েছিলেন। ফলে তার লাইসেন্সে ৩টি নতুন পেনাল্টি পয়েন্ট যোগ হয়। এর আগেই তার লাইসেন্সে ৯টি পয়েন্ট ছিল, ফলে ট্রাফিক আইনের নিয়ম অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে তার ড্রাইভিং লাইসেন্স ছয় মাসের জন্য স্থগিত হয়। একইসঙ্গে তাকে ১ হাজার ৪৪ পাউন্ড জরিমানাও করা হয়েছে।
এমা আদালতে উপস্থিত না থাকলেও তার আইনজীবী জানান, বর্তমানে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘ক্রিয়েটিভ রাইটিং’ নিয়ে মাস্টার্স করছেন এবং জরিমানা দিতে প্রস্তুত।
আশ্চর্যজনকভাবে একই দিনে একই আদালতে এমার সহ-অভিনেত্রী জোয়ি ওয়ানামেকারও একই ধরনের অভিযোগে শাস্তি পেয়েছেন। ‘হ্যারি পটার’ সিনেমায় ম্যাডাম রোলান্ডা হুচ চরিত্রে অভিনয় করা জোয়ি গত বছর ৪০ মাইল গতিসীমার রাস্তায় ৪৬ মাইল বেগে গাড়ি চালিয়েছিলেন। তার ক্ষেত্রেও পূর্বের ৯টি পেনাল্টি পয়েন্টের সঙ্গে নতুন করে আরও ৩টি যোগ হওয়ায় স্বয়ংক্রিয়ভাবে লাইসেন্স বাতিল হয় এবং তাকে একই পরিমাণ জরিমানা করা হয়।
দুই অভিনেত্রীই পূর্বে বেশ কয়েকবার ট্রাফিক নিয়ম ভঙ্গের কারণে পেনাল্টি পয়েন্ট পেয়েছিলেন। এবার সীমা ছাড়িয়ে যাওয়ায় তাদের লাইসেন্স বাতিলের পাশাপাশি নিষেধাজ্ঞার মুখে পড়তে হলো।
এমা ওয়াটসন শুধু একজন সফল অভিনেত্রীই নন, নারী অধিকার ও শিক্ষা উন্নয়নে কাজ করে থাকেন। ‘হ্যারি পটার’-এর পর ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ ও ‘লিটল উইমেন’-এর মতো ছবিতে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন।
একই দিনে, একই কোর্টে, একই ধরনের অপরাধে ‘হ্যারি পটার’ সিরিজের দুই তারকার এমন শাস্তি পাওয়াকে অনেকেই কাকতালীয় ও ব্যতিক্রমী ঘটনা হিসেবে দেখছেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.