মানুষের মুক্তির এ আন্দোলনে আমরা বিজয়ী হয়েই ফিরব: নাহিদ

স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা ৬৪টি জেলায় পদযাত্রা শেষ না করে ঘরে ফিরব না। আগামী ৩ আগস্ট আমরা শহীদ মিনারে জড়ো হব জুলাই ঘোষণাপত্র ও সনদ প্রকাশের জন্য। যাই হোক না কেন, এই পদযাত্রা থামবে না। মানুষের মুক্তির এ আন্দোলনে আমরা বিজয়ী হয়েই ফিরব। এজন্য রাজবাড়ীবাসীকে আমরা পাশে পেতে চাই।

তিনি বলেন, রাজবাড়ীবাসী আমাদের বৈধতা ও নিরাপত্তার আশ্রয়স্থল। তাদের কোনো কিছু হলে আমরা ঘরে বসে থাকব না।

বৃহস্পতিবার রাজবাড়ীতে পদযাত্রা শেষে রাজবাড়ী রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা চত্বরে অনুষ্ঠিত পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এসব কথা বলেন।

গোপালগঞ্জের ঘটনাকে স্মরণ করে তিনি বলেন, গতকাল হামলা করে যারা ভেবেছিল পদযাত্রা শেষ হয়ে যাবে। যারা এ সুযোগটা ব্যবহার করে ও আতঙ্ক তৈরি করেছিল। আমরা ৫ আগস্টের পরে বলেছি আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল নয়, এটা একটা সন্ত্রাসী সংগঠন ও অবশ্যই।

পথসভায় আরও উপস্থিত ছিলেন- দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। এছাড়া কেন্দ্রীয় ও রাজবাড়ী জেলার এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এ পথসভায় অংশ নেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More