স্টাফ রিপোর্টার: বিখ্যাত ঔপন্যাসিক কাজী আনোয়ার হোসেনের লেখা উপন্যাস ‘আর্তনাদ’ অবলম্বনে এবার নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘গহীন অতল’। এটি পরিচালনা করেছেন আকা রেজা গালিব। কাজীর জন্মদিনে ওয়েব ফিল্মটি প্রচারের কথা থাকলেও তা সম্ভব হয়নি। আর এ ওয়েব ফিল্মটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ।
এর আগে কাজী আনোয়ারের মাসুদ রানা সিরিজের ১১তম বই ‘বিস্মরণ’ নিয়ে ১৯৭৪ সালে নির্মিত হয়েছিল প্রথম ‘মাসুদ রানা’ সিনেমা। এর দীর্ঘ বিরতির পর ২০২৩ সালে মুক্তি পায় আন্তর্জাতিক প্রযোজনায় নির্মিত ‘এমআর-৯: ডু অর ডাই’। এবার নির্মিত হলো এ সিরিজের নতুন চিত্রায়ণ।
এ ওয়েব ফিল্মটিতে মৌকে দেখা যাবে একজন মায়ের ভূমিকায়, যার জীবন একরাতে একটি দুর্ঘটনায় সম্পূর্ণ বদলে যায়। আবার মেয়ের গোপন প্রেমিককে হত্যা করে ফেলেন তিনি। শুরু হয় সত্য গোপন করার যুদ্ধ। মরদেহ লুকিয়ে ফেলেন, কিন্তু পুলিশের বেড়াজালে আটকে নতুন এক সংকটে পড়েন।
‘গহীন অতল’-এর নির্মাতা আকা রেজা গালিব বলেন, ‘ওয়েব ফিল্মটির গল্প মূলত সত্তর দশকের হলেও পারিবারিক আবহে গড়ে উঠেছে। চিত্রনাট্যে আধুনিকতার ছোঁয়া রয়েছে। এতে রয়েছে একটি জোরালো থ্রিলার উপাদান, যা দর্শকদের এক ভিন্ন অভিজ্ঞতা দেবে।
তিনি বলেন, রুপালি পর্দায় ফুটিয়ে তুলতে গল্প ও কিছু চরিত্রের নামের পরিবর্তন আনা হয়েছে। আমরা চেয়েছি গল্পটি সময়োপযোগী করে দর্শকদের সামনে উপস্থাপন করতে। পুরোটাই করা হয়েছে কাজী আনোয়ার হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে বলেও জানান রেজা গালিব।
এ নির্মাতা বলেন, কাজী আনোয়ার হোসেনের জন্মদিন উপলক্ষ্যে ১৯ জুলাই সিনেমাটি মুক্তির পরিকল্পনা থাকলেও সময়মতো কাজ শেষ না হওয়ায় তা সম্ভব হলো না। বর্তমানে চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ।
উল্লেখ্য, ওয়েব ফিল্ম ‘গহীন অতল’-এর চিত্রনাট্য লিখেছেন কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ মাসুমা মায়মুর। এটি প্রযোজনায় আছে ইমপ্রেস টেলিফিল্ম। অভিনেত্রী মৌ ছাড়াও আরও অভিনয়ে করেছেন গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, নাফিস আহমেদ, নাফিসা মালিয়াত প্রমি, ইহতেশাম আহমেদ টিংকু প্রমুখ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.