পাকিস্তানকে হারিয়ে ৯ বছরের খরা কাটাতে চায় বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে দীর্ঘদিন ধরে টি-টোয়েন্টিতে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। গত মে মাসে পাকিস্তানে গিয়ে হোয়াইটওয়াশড, ঘরের মাঠে ২০২১ সালে সবশেষ সিরিজেও একই ফল।

২০১৬ সালের পর থেকে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। ৯ বছরের সেই জয়ের খরা কাটাতে চায় লিটন কুমারের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড ভালো নয়। দুই দল এখনও পর্যন্ত ২২টি টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়। অতীতের সেই সাক্ষাতে মাত্র ৩টিতে জয় পেয়েছে বাংলাদেশ।

তার চেয়েও বড় কথা সবশেষ ১২ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের একটিও জয় নেই।

সবশেষ ২০১৬ সালে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপে ৫ উইকেটে জিতেছিল বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে দীর্ঘ ৯ বছরের জয়ের খরা কাটানোর প্রত্যয় ব্যক্ত করে লিটন দাস বলেন, ‘গত ৯ বছর ধরে আমরা জিতছি, এরকম বিষয়কে কখনও ভাবি না। আমরা শুধু ভালো ক্রিকেট ও নিজেদের ধরনের ক্রিকেট খেলায় মনোযোগ দেই। এই সিরিজেও একই দিকে আমাদের লক্ষ্য থাকবে।’

অধিনায়ক আরও বলেন, ‘আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। সব কিছু তৈরি হয় ইতিহাস হওয়ার জন্য। আর রেকর্ড কিন্তু ভাঙাও হয়। আমরা যদি ভালো ক্রিকেট খেলি, রেকর্ড ভাঙতে সময় লাগবে না। ওই রেকর্ডের চিন্তা না করে, আমরা কী করতে পারি, আমাদের কতখানি সামর্থ্য আছে, কতটা ভালো ক্রিকেট খেলতে পারি, তাহলে ওই সব জিনিসই (আগের রেকর্ড) বদলে যাবে।’

তিনি আরও বলেন, ‘নির্দিষ্ট দিন, নির্দিষ্ট কন্ডিশনের ওপর আমরা সিদ্ধান্ত নেব (একই একাদশ নাকি বেঞ্চের শক্তি দেখা)। আমাদের দলের যে বেঞ্চের শক্তি আছে, সবাই খেলার মতো সামর্থ্যবান। আমরা টিম ম্যানেজমেন্ট থেকে ঠিক করব, কোন সময় কাকে খেলানো যায়। আমরা সেভাবেই চেষ্টা করব।’

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More