অভিনেত্রী প্রসূণ আজাদের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বাবা নিখোঁজ

অভিনয়শিল্পী প্রসূন আজাদের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বাবা আজাদ হোসেন শুক্রবার বিকেল থেকে নিখোঁজ রয়েছেন। এখন পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি বলে জানিয়েছেন মেয়ে প্রসূন।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমার আব্বুকে কেউ রাস্তায় বা হাসপাতালে বা যেকোনো জায়গায় দেখলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। গতকাল বিকেল চারটা থেকে এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। মুঠোফোনও সঙ্গে নেয়নি।’

প্রসূন আজাদ ২০১২ সালে লাক্স–চ্যানেল আই সুপারস্টারের প্রথম রানারআপ হওয়ার মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন। নাটক ও সিনেমায় নিয়মিত অভিনয়ের পর হঠাৎ করে অভিনয় থেকে বিরতি নেন। সর্বশেষ তার অভিনীত ‘পদ্মাপুরাণ’ সিনেমাটি গত বছর মুক্তি পায়। বর্তমানে তিনি সংসার আর সন্তানদের নিয়ে ব্যস্ত।

ফেসবুক পোস্টের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রসূন। কাঁদতে কাঁদতে জানান, ‘আমার বাসা টিকাটুলীতে, আর আম্মু-আব্বু থাকেন মালিবাগে। আব্বু দিনে অন্তত পাঁচ-ছয়বার ভিডিও কলে আমার সন্তানদের সঙ্গে কথা বলেন। এমন মানুষ গতকাল বিকেল থেকে একবারও ফোন করেননি। কোথায় আছেন তিনি, আমরা কেউ জানি না।’

প্রসূনের মা শাহানা বেগমও একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। মেয়ের ভাষ্য অনুযায়ী, পরিবার শুরুতে ভেবেছিল আজাদ হোসেন হয়তো নিজেই ফিরে আসবেন। কিন্তু সময় গড়ালেও কোনো সন্ধান না মেলায় থানায় অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবারটি।

প্রসূন জানান, তার বাবার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রয়েছে। কিছুদিন আগে স্ট্রোক করেছিলেন, ফলে নিয়মিত জীবনযাপনে পরিবর্তন আনতে হয়েছিল।

তিনি বলেন, আমার আব্বুর চা খাওয়ার অভ্যাস। এ নিয়ে বাসায় খুব যস্ত্রণা দিত। তাই প্রায়ই আমার বাসায় চলে আসত অথবা লুঙ্গি পরেই আব্বু বাসার নিচে গিয়ে চা খেত। আম্মু ভেবেছে, গতকাল লুঙ্গি পরে যেহেতু বের হয়েছে, হয়তো বাসার নিচে আড্ডা দিয়ে চা খেয়ে আবার চলে আসবে। কিন্তু এখন পর্যন্ত তার কোনো খবর নেই। এমন না, তিনি রাস্তা ভুলে যান। আমার আব্বুর কিন্তু ৫০ বছর আগের কথাও পরিষ্কার মনে থাকে। সেসব গল্পও তিনি আমাদের দুই ভাই–বোনকে শোনান।’

কাউকে সন্দেহ হয় কি না জানতে চাইলে প্রসূন বলেন, ‘আমার আব্বার কারও সঙ্গে কোনো বিরোধ নেই। বরং তার সঙ্গে সবারই খুব ভালো সম্পর্ক। তিনি ভীষণ প্রাণখোলা মানুষ। আড্ডা দিতে ভালোবাসেন। আমার পরোপকারী আব্বু গেল কোরবানিতেও একজন অসহায় মানুষকে নিজের টাকা দিয়ে ঘর বানিয়ে দিয়েছেন। এটা বলছি এই কারণে, সে বরাবরই খুবই পরোপকারী একজন মানুষ। জানি না, আমার সেই আব্বুটা কই আছে? কী করছে?’

নিখোঁজ আজাদ হোসেনের খোঁজে পরিবার এখন উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More