বিনোদন জগতের ওয়ারফেইজ ব্যান্ড তারকা জনপ্রিয় ভোকাল পলাশ নূর নতুন গান ‘খুঁজি তোমায়’প্রকাশ করলেন।
এ গানে গিটার ও কণ্ঠে ছিলেন মাইলস ব্যান্ডের কিংবদন্তি সদস্য হামিন আহমেদ ও ড্রামসে সৈয়দ জিয়াউর রহমান তুর্য। সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ে এক মিউজিক স্টোরে সংবাদ সম্মেলন করে গানটির সঙ্গে প্রকাশ করা হয় এর মিউজিক ভিডিও। আর ভিডিওটি পরিচালনা করেন গাজী শুভ্র।
আর এ গানটির মধ্য দিয়েই আত্মপ্রকাশ করেছে নতুন মিউজিক লেবেল ‘রুটনোট প্রোডাকশনস’। যার লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে— দেশ ও দেশের বাইরের সংগীতশিল্পীদের একত্র করে আন্তর্জাতিক মানের গান তৈরি এবং উপস্থাপন করা।
রুটনোট প্রোডাকশনসের পরিচালক ইমরান আসিফ বলেন, সাধারণত একজন সংগীতপ্রিয় শ্রোতা হিসেবেই তিন মাস আগে গানের ডেমো শুনে মনে হয়েছিল এটির একটি যথাযথ প্রযোজনা হওয়া উচিত।
তিনি বলেন, তাই পলাশকে বলি, আর সেই ধারণা থেকে প্রথমে হামিন ভাই ও তূর্য ভাইকে অনুরোধ করি গানটিতে তাদের নিজ স্বকীয়তা যোগ করতে। এ গানটিতে হামিন ভাইয়ের গায়কী ও অসাধারণ গীটার সলো পলাশের সঙ্গে একটা অনন্য মাত্রা যোগ করেছে বলে জানান ইমরান আসিফ।
এদিকে ‘খুঁজি তোমায়’ গানটি নিয়ে উচ্ছ্বসিত ভোকাল পলাশ নূর। তিনি বলেন, বাংলাদেশের ব্যান্ডসংগীতের এক জীবন্ত কিংবদন্তি হামিন আহমেদ। আর অসাধারণ প্রতিভাধর তুর্যর সঙ্গে কাজ করা আমার জন্য এক বিশাল আশীর্বাদ।
তিনি বলেন, এ গানটি শুধু একটি সুর নয়; এটি দুই প্রজন্মের মেলবন্ধন, পুরোনো ও নতুনের সেতুবন্ধ একটি নতুন সংগীত ধারার সম্ভাবনার দিকে এগিয়ে যাওয়া।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.