মাথাভাঙ্গা মনিটর: সোশ্যাল প্ল্যাটফর্মে পরিচয়। এরপর প্রণয়। বিয়ে করার চিন্তাও করে রেখেছিলেন প্রেমিক। তাই তো প্রেমিকাকে না জানিয়ে ৪৭২ মাইল গাড়ি চালিয়ে যান তার বাসায়। অতঃপর সেখানে গিয়ে দেখলেন, প্রেমিকা বিবাহিত! বিষয়টিতে অবাক হয়েছেন কথিত প্রেমিকার স্বামীও। প্রতিবেদনে মার্কিন গণমাধ্যমটি জানিয়েছে, বেলজিয়ামের এক যুবক প্রায় ৫০০ মাইল পাড়ি দিয়ে হবু কনের কাছে গিয়ে দেখলেন, তার প্রেমিকা ফ্রেঞ্চ মডেল একজন বিবাহিতা। ওই প্রেমিকার নাম সোপি ভুজেলাউদ। প্রেমিকাকে সারপ্রাইজ দিতে ৪৭২ মাইল গাড়ি চালিয়ে সোপির বাসায় হাজির হন মিচেল নামের ওই প্রেমিক। প্রেমিকার বাসায় গিয়ে তার ৩৮ বছর বয়সি স্বামী ফ্যাবিয়েন বাউন্টামাইনের দেখা পান তিনি। স্ত্রী সোপিকে সঙ্গে নিয়ে ফ্যাবিয়েন এক ভিডিও বার্তায় বলেন, ‘আমি ভিডিওটি করেছি একজন অপরিচিত যুবকের জন্য, যে কিনা কিছু সময় আগে আমার বাড়ির কলিং বেল চেপেছিলেন। দরজা খোলার পর তিনি বলেন, তিনি নাকি সোপির হুব বর।
৪৭২ মাইল পাড়ি দিয়ে গিয়ে দেখলেন ‘প্রেমিকা’ বিবাহিত
মাথাভাঙ্গা মনিটর: সোশ্যাল প্ল্যাটফর্মে পরিচয়। এরপর প্রণয়। বিয়ে করার চিন্তাও করে রেখেছিলেন প্রেমিক। তাই তো প্রেমিকাকে না জানিয়ে ৪৭২ মাইল গাড়ি চালিয়ে যান তার বাসায়। অতঃপর সেখানে গিয়ে দেখলেন, প্রেমিকা বিবাহিত! বিষয়টিতে অবাক হয়েছেন কথিত প্রেমিকার স্বামীও। প্রতিবেদনে মার্কিন গণমাধ্যমটি জানিয়েছে, বেলজিয়ামের এক যুবক প্রায় ৫০০ মাইল পাড়ি দিয়ে হবু কনের কাছে গিয়ে দেখলেন, তার প্রেমিকা ফ্রেঞ্চ মডেল একজন বিবাহিতা। ওই প্রেমিকার নাম সোপি ভুজেলাউদ। প্রেমিকাকে সারপ্রাইজ দিতে ৪৭২ মাইল গাড়ি চালিয়ে সোপির বাসায় হাজির হন মিচেল নামের ওই প্রেমিক। প্রেমিকার বাসায় গিয়ে তার ৩৮ বছর বয়সি স্বামী ফ্যাবিয়েন বাউন্টামাইনের দেখা পান তিনি। স্ত্রী সোপিকে সঙ্গে নিয়ে ফ্যাবিয়েন এক ভিডিও বার্তায় বলেন, ‘আমি ভিডিওটি করেছি একজন অপরিচিত যুবকের জন্য, যে কিনা কিছু সময় আগে আমার বাড়ির কলিং বেল চেপেছিলেন। দরজা খোলার পর তিনি বলেন, তিনি নাকি সোপির হুব বর।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.