মেহেরপুরে শহীদদের স্মরণে বিএনপি পরিবারের বৃক্ষরোপণ কর্মসূচি

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা কৃষক দল ও আমরা বিএনপি পরিবারের যৌথ উদ্যোগে দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং ২৪শে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “সবুজ পল্লবে স্মৃতি অম্লান” এই স্লোগানে রবিবার (২০ জুলাই) বিকেল পাঁচটার সময় সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের গোভীপুর মাঠে কর্মসূচিটি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাভেদ মাসুদ মিল্টন, সদস্য সচিব এডভোকেট কামরুল হাসান, জেলা বিএনপির সদস্য রোমানা আহমেদ ও ওমর ফারুক লিটন, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি আবদাল হোসেন আব্দুর রহিম, গাংনী উপজেলা কৃষক দলের সভাপতি মোতালেব হোসেন, জেলা জাসাসের সদস্য সচিব বাঁকা বিল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিন্টু এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওসার আলী। এছাড়াও জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে শহীদদের স্মরণে প্রতিটি গাছে শহীদদের নামের ফলক কার্ড সংযুক্ত করা হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More