স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার মোমিনপুর ইউনিয়ন বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা বিএনপির যুগ্মসম্পাদক আবুল কালাম আজাদ। ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান শেখনের বিশেষ অতিথি ছিলেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোমিনপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর প্রমুখ। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস ছালামের সঞ্চালনায় আরও উপস্থিত সদর উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক হাসান মালিক, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান মেম্বার সহ ইউনিয়ন বিএনপির সকল ওয়ার্ড এর সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অংগসঠন ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.