স্টাফ রিপোর্টার: ‘সবুজ পল্লবে স্মৃতি অমøান’ এই সেøাগানে গণঅভ্যুত্থান ২০২৪ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে চুয়াডাঙ্গা জেলা কৃষকদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত পরশু রোববার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষকদলের আহ্বায়ক মোকাররম হোসেন। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, জেলা কৃষকদলের সদস্য সচিব তবারক হোসেন, যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়ার্দার সোনা ও তরিকুল ইসলাম বিলু। জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, দামুড়হুদা উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ হাসান মন্টু, দামুড়হুদা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জিয়ারুল ইসলাম ডালিম, জেলা ছাত্রদলের সাবেক সদস্য সাইদুর রহমান ডলার, দামুড়হুদা ইউনিয়ন কৃষকদল নেতা জহির উদ্দিন, ওয়াশিম আকরাম, নতিপোতা ইউনিয়ন কৃষকদল নেতা আবুল হাশেমসহ বিভিন্ন উপজেলা, পৌর ও ইউনিয়নের নেতৃবৃন্দ।
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.