স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচি -২০২৫ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে আলোকদিয়া বাজারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন ঢাকালে। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন জেলা জাসাস’র সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এসএম হাসান, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি জাহিদ টিপু, সদর উপজেলা বিএনপির মানবাধিকার সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান জালাল প্রমুখ। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন আখতারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক জালাল উদ্দীন লাড্ডু, সহ-সভাপতি রোকোনুজ্জামান রোকন, সাংগঠনিক সম্পাদক মো. জহুরুল ইসলাম, যুবদল নেতা সোহাগ রহমানসহ ইউনিয়ন বিএনপির সকল ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গ সংঠন ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সর্বশেষ গতকাল ঢাকা মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে ও আহত সকলের সুস্থতা কামনা করে দোয়া করা হয় দোয়া পরিচালনা করেন আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রোকোনুজ্জামান রোকন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.