জালিমের চেয়ে জামায়াত অনেক বেশি শক্তিশালী: জামায়াত আমির

স্টাফ রিপোর্টার:জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আল কুরআন মানবজাতির শ্রেষ্ঠ গন্থ। কুরআনের দেখানো পথ ধরেই বাংলাদেশে ইসলাম কায়েম হবে। দুর্নীতিমুক্ত দেশ গঠন করা হবে। দুর্নীতির জাল ছিঁড়ে টুকরো টুকরো করে দেওয়া হবে। দুর্নীতবাজের অস্তিত্বও দেশে থাকতে দেব না।‎

মঙ্গলবার (২২ জুলাই) বিকাল ৩টার দিকে ঈশ্বরদীর টেক্সটাইল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‎

‎তিনি বলেন, জামায়াতে ইসলামী কোনো জালিমের ভয় করে না। যেখানে দুর্নীতি সেখানেই প্রতিবাদ করা হবে। যতদিন দেশের মানুষের মুক্তি না মিলবে ততদিন লড়াই চলবে। পেছনের জালিম ও সামনের জালিম যতই শক্তিশালী হোক জামায়াত তার চেয়েও বেশি শক্তিশালী হবে।

‎অনিয়ম, দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে লড়তে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে উল্লেখ করে জামায়াত আমির বলেন, লড়াই করতে আপনারা তৈরি আছেন তো? এটা চলমান থাকবে। আমি সেদিন মঞ্চ থেকে পড়ে গিয়েছিলাম। আপনারা অনেক কষ্ট পেয়েছেন। আমার জন্য দোয়া করবেন- আল্লাহ যেন আমাকে শহীদ হিসেবে কবুল করেন।

‎‎ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নিহতদের স্মরণ করে তিনি বলেন, একটি মেসেজ নিয়ে আসছি, সেটা হলো ২৭ জন নিহত, এটা বিশ্বাস করি না। এর চেয়ে বেশি সংখ্যা হবে। আমরা দোয়া করি তারা যেন জান্নাতবাসী হয়। নিহতদের পরিবার ও আহতদের পাশে আমাদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। অর্থ-রক্ত যা যা লাগবে আমাদের সহকর্মীরা দেবে।

‎‎ঢাকায় যাওয়ার পথে আমাদের দলের একনিষ্ঠ কর্মী মোস্তাফিজুর রহমান কলম আমাদের হাতে অদেখা কলম দিয়ে গেছেন। তাদের সন্তানরা যেন আগের চেয়ে ভালো থাকে। জামায়াত তার পরিবারের সব দায়িত্ব নিয়েছে।

‎জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে পাবনার ঈশ্বরদী থেকে ঢাকায় যাওয়ার পথে ১৮ জুলাই রাতে গাজীপুরের চান্দুরায় বাসে স্ট্রোক করে মারা যান ঈশ্বরদীর জামায়াত কর্মী মোস্তাফিজুর রহমান কলম বিশ্বাস। তার দোয়া মাহফিলে যোগ দিতে জামায়াতের আমিরসহ কেন্দ্রীয় নেতারা ঈশ্বরদীতে আসেন।

দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান, পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল, মওলানা ইকবাল হোসেন, অধ্যাপক আলী আজগর প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বরদী উপজেলা জামায়াতে আমির অধ্যাপক ড. নুরুজ্জামান প্রামাণিক।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More