জীবননগর ব্যুরো: জীবননগর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে বিদ্যালয়ের ৬ শতাধিক ছাত্র-ছাত্রীর হাতে একটি করে ফলজ ও বনজ গাছের পরিষদের পক্ষ হতে তুলে দেয়া হয়। গত বছর জীবননগর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদ গঠনের পর এ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন অসহায় শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোসহ বিদ্যালয়ের উন্নয়নে ও নানামুখী কল্যাণে সংগঠনটি কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে বিদ্যালয়ের অসহায় শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের পাশে আর্তমানবতার সেবা নিয়ে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থান করেছে। এরই ধারাবাহিকতায় সবুজ জীবননগর গড়ার লক্ষ্যে গতকাল বিদ্যালয়ের ৬শতাধিক শিক্ষার্থীর হাতে একটি করে ফলজ ও বনজ গাছের চারা তুলে দেয়া হয়। গাছের চারা বিতরণকালে জীবননগর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. হাসানুজ্জামান, জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আহ্বায়ক আমিন উদ্দিন, সদস্য সচিব মাহাবুবুর রহমান, সদস্য জীবননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান, ডিগ্রি কলেজের প্রভাষক আমিনুল ইসলাম তারেক, শিক্ষক মতিয়ার রহমান, শিক্ষক মো. আসাদুজ্জামান, ব্যবসায়ী শফিকুল ইসলাম শফি, সাংবাদিক জহিরুল ইসলাম, শিক্ষক উজ্জ্বল ও ব্যবসায়ী তামজিদুর রহমান বিদ্যুত প্রতুখ এ সময় উপস্থিত ছিলেন।
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.