প্রচারে আসছে মোশাররফ করিমের নতুন ধারাবাহিক

বেশ কিছুদিন আগে একটি নতুন ধারাবাহিক নাটকের শুটিং শুরু করেছিলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। নাম ‘শাদী মোবারক’। এটি রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দিন। পরিচালনা করেছেন শামীম জামান।

নির্মাতা জানিয়েছেন, আগামী ৩ আগস্ট থেকে মাছরাঙা টিভিতে সপ্তাহে টানা পাঁ চদিন রাত ৮টা ৩০ মিনিটে নাটকটি প্রচার হবে। এটি মূলত পারিবারিক গল্পের নাটক। এ নির্মাতার প্রায় সব নাটকেই মোশাররফ করিমের উপস্থিতি মেলে। এ নাটকেও ব্যতিক্রম হয়নি।

এ প্রসঙ্গে শামীম জামান বলেন, ‘যে নাটকে মোশাররফ থাকে সেই নাটকের প্রতি দর্শকের একটা আলাদা আগ্রহ থাকে। তা ছাড়া তার সঙ্গে সম্পর্কটা আমার বন্ধুত্বের। বন্ধুর চেয়েও বড় কথা হলো তার সঙ্গে আমার কাজের বোঝাপড়াটা খুব চমৎকার। এজন্য তাকে নিয়ে নাটক নির্মাণ করি। সব মিলিয়ে খুব ভালো হয়েছে নাটকটি। আশা করছি প্রচারে এলে দর্শকের ভালে লাগবে।’

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘শামীম জামানের সঙ্গে আমার কাজের রসায়ন বেশ ভালো। আগেও আমরা একাধিক ধারাবাহিক নাটকে একসঙ্গে কাজ করেছি। সেগুলো দর্শকরা পছন্দও করেছেন। এবার নতুন কাজ শুরু করলাম। আশা করি এটিও দর্শকরা উপভোগ করবেন।’

এদিকে নাটকের বাইরে গত কয়েক বছর সিনেমায়ও সময় দেন মোশাররফ করিম। সর্বশেষ গত রোজার ঈদে তার অভিনীত ‘চক্কর ৩০২’ নামে একটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More