ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার ঠাকুরপুরে জিয়া আদর্শ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহাজামালকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়নের ঠাকুরপুর গ্রামের বিএনপি, যুবদল ও কৃষকদলের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ ও সংবর্ধনা প্রদান করেন। এ সময় নেতৃবৃন্দ বলেন, শাহাজামাল দলের জন্য অনেক কিছু করেছে। দীর্ঘ ৯ বছর প্রবাসে থেকেও সে আমাদের পাশে থেকেছে। অসহায় মানুষদের সহযোগিতা করেছে। এ সময় উপস্থিত ছিলেন কুড়ুলগাছি ইউনিয়ন যুবদলের নেতা রফিকুল ইসলাম রফিক, ইউনিয়ন কৃষকদলের জয়েন্ট সেক্রেটারি সাইদুর, যুবদল নেতা রশিদ, শিহাব, সাবেক মেম্বার আজিজুল হক প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.