বৈরী আবহাওয়া উপেক্ষা করে চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত চাঁদাবাজ সুবিধাবাদী ও বিপ্লববিরোধীদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

স্টাফ রিপোর্টার: ‘জুলাই গণহত্যার বিচার চাই’ এই সেøাগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টায় শহরের শহীদ হাসান চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিক্ষোভে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হন। বিক্ষোভ মিছিলটি চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা সভাপতি সাগর আহমেদ। বক্তব্য রাখেন ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা অফিস সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ, জেলা অর্থ সম্পাদক বায়েজিদ বোস্তামী, চুয়াডাঙ্গা পৌর সভাপতি রাব্বি হাসান সহ অন্যান্য দায়িত্বশীল ও কর্মীবৃন্দ। ছাত্র শিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ সভাপতির বক্তব্যে বলেন, আজ আমরা ইতিহাসের এক গৌরবজ্জ্বল মাস জুলাই-এর চেতনাকে ধারণ করে রাজপথে দাঁড়িয়েছি। আজকের এই জুলাই প্রহর মিছিল শুধু স্মরণ নয়, এটা জবাবদিহি, প্রতিবাদ এবং প্রতিশোধের ঘোষণা! ২০২৪ সালের জুলাই বিপ্লব আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলো এই জাতি অন্যায়, বৈষম্য ও শোষণবাজার বিরুদ্ধে একযোগে দাঁড়াতে জানে। এই বিপ্লব শুধু ছাত্র নয় শ্রমজীবি, কৃষক, শিক্ষক, ওলামা, নারীরাসহ সকল শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছিলো। তারা লড়েছিলো অবিচার, বৈষম্য, ইসলামবিদ্বেষ ও রাষ্ট্রীয় দমননীতির বিরুদ্ধে। কিন্তু অত্যন্ত দুঃখ ও কষ্টের সাথে আমরা লক্ষ্য করছি, এই বিপ্লবের রক্তভেজা রাজপথ দিয়ে হাঁটা সত্ত্বেও, কিছু স্বার্থান্ধ গোষ্ঠী এই বিপ্লবের চেতনাকে দলীয় হীনস্বার্থে ভোগ করতে লেগেছে। তারা জুলাই বিপ্লবের আত্মত্যাগকে অসম্মানিত করছে। তারা আমাদের রক্তের বিনিময়ে অর্জিত সম্মানকে মাটিতে মিশিয়ে দিতে চাচ্ছে। তাদের উদ্দেশ্য বলি যদি আপনারা এখনই আত্মসমালোচনা করে নিজেদেরকে সংশোধন না করেন, যদি আপনারা বিপ্লবের মূল চেতনায় ফিরে না আসেনতবে আমরা আরেকটি বিপ্লবের দিকে ধাবিত হব, আমরা শক্তিশালী গণআন্দোলনে গড়ে তুলবো। আজকের এই মিছিল থেকে আমরা ঘোষণা করছি। “জুলাই সনদ” জুলাই বিপ্লবের এক বছর পূর্ণ হবার আগেই দিতে হবে। চাঁদাবাজি ও স্বার্থলোভী দলের দৌরাত্ম্য বন্ধ করতে হবে। বিপ্লববিরোধীদের রাষ্ট্র ও রাজনীতি থেকে নির্মূল করতে হবে। ইসলামী শিক্ষা ও মূল্যবোধভিত্তিক সমাজ গড়ার পদক্ষেপ নিতে হবে। চাঁদাবাজ, সুবিধাবাদী ও বিপ্লববিরোধীদের প্রতিরোধ গড়ে তুলুন। সঞ্চালনা করেন জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More