এশিয়া কাপে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান!

মাথাভাঙ্গা মনিটর: এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা এখনও না এলেও সম্ভাবনার জন্ম দিয়েছে ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা। সভা শেষে এসিসি সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মোহসিন নাকভি জানিয়েছেন, এশিয়া কাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে এবং কয়েকটি বিষয় নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে আলোচনা চলছে। এরইমধ্যে ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, সূচি চূড়ান্তের কাজ প্রায় শেষ এবং ভারত ও পাকিস্তান একই গ্রুপে পড়তে যাচ্ছে এবারের আসরে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে এসিসির একটি সূত্র জানিয়েছে, এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। ভারতীয় দল তাদের সব ম্যাচ খেলবে দুবাইয়ে। যদিও সূচি ও ভেন্যু নিয়ে এখনও চূড়ান্ত আলোচনা চলছে। অন্যদিকে টাইমস অব ইন্ডিয়া, নিউজ ১৮ এবং ইন্ডিয়া টুডে জানিয়েছে, ৮ দলের এই টুর্নামেন্ট হবে টি-টোয়েন্টি সংস্করণে এবং ভারত-পাকিস্তান থাকবে একই গ্রুপে। এর মানে, অন্তত দুইবার মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী গ্রুপ পর্বে একবার, আবার সুপার সিক্সে। ফাইনালে উঠলে দেখা যেতে পারে তৃতীয়বারের মতো ভারত-পাকিস্তান দ্বৈরথ। যদিও এখনই প্রশ্ন উঠছে, রাজনৈতিক উত্তেজনার মধ্যে দুই দল কি একে অপরের মুখোমুখি হতে রাজি হবে? বিশেষ করে সম্প্রতি লেজেন্ডস লিগে ভারত-পাকিস্তান ম্যাচটি শেষ মুহূর্তে বাতিল হয়ে যাওয়ার পর এমন সংশয় আরও ঘনীভূত হয়েছে। তবে আশাবাদী হচ্ছে এসিসি ও বিসিসিআই। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যেই বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা এবং পিসিবি প্রধান নাকভির মধ্যে বৈঠক হবে সূচি ও ভেন্যু চূড়ান্ত করতে। প্রাথমিকভাবে টুর্নামেন্টটি ৭ সেপ্টেম্বর শুরু করার প্রস্তাব দেয়া হয়েছে। উল্লেখ্য, সর্বশেষ চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা হয়েছিল ভারত ও পাকিস্তানের। সেবার গ্রুপ পর্বে ৬ উইকেটে জিতেছিল ভারত। এরপর এপ্রিলের শেষে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে দুই দেশের মধ্যে সম্পর্ক ফের উত্তপ্ত হয়ে ওঠে। সেই পরিপ্রেক্ষিতে আসন্ন এশিয়া কাপে দুই দলের মুখোমুখি হওয়া ক্রিকেট সমর্থকদের জন্য বড় ব্যাপারই বটে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More