মাথাভাঙ্গা মনিটর: অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। গতকাল শনিবার রাজধানী কুয়ালালামপুরে দেশটির জাতীয় মসজিদ নেগারার সামনে জড়ো হয়ে হাজার হাজার মানুষকে ‘পদত্যাগ, পদত্যাগ, আনোয়ারের পদত্যাগ’ সেøাগান দিতে দেখা গেছে, তাদের বেশিরভাগই কালো কাপড় পড়ে আছেন। সেখান থেকে ‘জাগো, জাগো, জনগণ জাগো’ সেøাগানে বিক্ষোভকারীদের কুয়ালালামপুরের স্বাধীনতা স্কয়ারের দিকে এগিয়ে যেতে দেখা যায়, যেখানে আনোয়ার ইব্রাহীমের পদত্যাগের দাবিতে একটি বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হবে। দেশটির বিরোধীদলীয় জোট পেরিকাতান ন্যাশনাল (পিএন) সমর্থিত এই সমাবেশে ক্ল্যাং ভ্যালির বাইরের অঞ্চল থেকেও হাজার হাজার মানুষকে বাসে করে আনা হয়েছে। এতে দেশটির ছোট ছোট কয়েকটি বিরোধী দল ও মালয়-ভিত্তিক বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী অংশ নিয়েছে।
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.