টোকা দিলেই খুলবে ফ্রিজের দরজা : মিনিস্টারের কনভার্টেবল নো-ফ্রস্ট ফ্রিজে নতুন প্রযুক্তির বিপ্লব

স্টাফ রিপোর্টার: দেশের ইলেকট্রনিক্স শিল্পে আধুনিক প্রযুক্তির নতুন মাত্রা যোগ করতে সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ দুটি নো-ফ্রস্ট রেফ্রিজারেটর বাজারে এনেছে শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মিনিস্টার মাইওয়ান হাই-টেক পার্ক ইলেকট্রনিক্স লিমিটেড। নতুন এই দুটি মডেল-জঋ-৬২৫ডচএঝঠ এবং ইউ-৩৩৬ড গ্রাহকদের দিচ্ছে এক অনন্য অভিজ্ঞতা। বিশেষ করে “নক টু ওপেন” প্রযুক্তির কারণে কেবল ফ্রিজের দরজায় হালকা টোকা দিলেই এটি স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে। সম্প্রতি রাজধানীতে মিনিস্টার-এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন এই রেফ্রিজারেটর দুটি উন্মোচন করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর, নির্বাহী পরিচালক মো. ইসহাক জোয়ার্দ্দার, শো-রুম চ্যানেলের পরিচালক মো. মাহমুদুর রহমান খান, কর্পোরেট চ্যানেলের পরিচালক কর্ণেল মো. মাহবুবুর রহমান (অব.) সহ কোম্পানির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। নতুন এই রেফ্রিজারেটর দুটি গ্রাহকের জীবনযাত্রাকে সহজ, আরামদায়ক ও প্রযুক্তিনির্ভর করতে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে এআই টেম্পারেচার কন্ট্রোল সিস্টেম, যা স্বয়ংক্রিয়ভাবে ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে খাবারকে দীর্ঘক্ষণ সতেজ ও পুষ্টিকর রাখে। ইউ-৩৩৬ড মডেলে রয়েছে “নক টু ওপেন” সুবিধা ছাড়াও এআই মোড, যেখানে ফ্রিজার নিজে থেকেই -১৮ক্কঈ তাপমাত্রা বজায় রাখে। এতে রয়েছে ডোর ওপেন এলার্ম, যা দরজা খোলা থাকলে প্রতি তিন মিনিট পরপর সতর্ক সংকেত দেয়। অন্যদিকে, জঋ-৬২৫ডচএঝঠ মডেলে রয়েছে ডিজিটাল টাচ কন্ট্রোল প্যানেল, অটো লক/আনলক সিস্টেম, এনার্জি সেভিং টেকনোলজি এবং ডোর ওপেন এলার্ম। এই মডেলে ফ্রিজের তাপমাত্রা ২ক্কঈ থেকে ৮ক্কঈ এবং ফ্রিজারের-১৫ক্কঈ থেকে-২৪ক্কঈ পর্যন্ত নিয়ন্ত্রণ করা যায়। দুটি মডেলেই ব্যবহৃত হয়েছে পরিবেশবান্ধব ইনভার্টার প্রযুক্তি, উন্নত কুলিং সিস্টেম এবং টেকসই ও স্টাইলিশ ডিজাইন। ফাস্ট কুলিং প্রযুক্তির ফলে দ্রুত খাবার ঠান্ডা করা সম্ভব। রেফ্রিজারেটর দুটি উন্মোচনের সময় উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর বলেন,“এটি আমাদের জন্য গর্বের মুহূর্ত। দেশে আমরাই প্রথম দুটি ভিন্ন মডেলের অত্যাধুনিক নো-ফ্রস্ট রেফ্রিজারেটর বাজারে আনলাম। মিনিস্টার সবসময় গ্রাহকের চাহিদাকে গুরুত্ব দিয়ে মানসম্মত, টেকসই ও নতুন প্রযুক্তিনির্ভর পণ্য সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ।” নতুন এই রেফ্রিজারেটর উপলক্ষ্যে গ্রাহকদের জন্য থাকছে বিশেষ অফার ও আকর্ষণীয় ছাড়। খুব শীঘ্রই দেশব্যাপী মিনিস্টারের ডিলারশিপ চ্যানেল, শো-রুম এবং অনলাইন প্ল্যাটফর্মে এই মডেল দুটি পাওয়া যাবে।
প্রসঙ্গত, ২০০২ সালে যাত্রা শুরু করা মিনিস্টার হাই-টেক পার্ক ইলেকট্রনিক্স লিমিটেড ‘মেইড ইন বাংলাদেশ’ সেøাগানে দেশীয় প্রযুক্তিতে তৈরি করছে টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনারসহ বিভিন্ন হাউজহোল্ড ইলেকট্রনিক্স পণ্য। ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠানের নিজস্ব কারখানায় উৎপাদিত এসব পণ্য শুধু দেশেই নয়, ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারেও দেশের প্রযুক্তি খাতকে প্রতিনিধিত্ব করবে।

 

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More