মাথাভাঙ্গা মনিটর: সবকিছু ঠিক থাকলে আগামী ৯ সেপ্টেম্বর মাঠে গড়াবে এশিয়া কাপ। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ তাই এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। তবে এশিয়া কাপের আগে প্রস্তুতি জোরদারের লক্ষ্যে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য যোগাযোগ করছে বাংলাদেশ। নেদারল্যান্ডসকে না পেলেও নেপালের সঙ্গে সিরিজ খেলতে পারে টাইগাররা। এশিয়া কাপে অপেক্ষাকৃত সহজ গ্রুপে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা, আফগানিস্তান ও হংকং। বাণিজ্যিক দিকটি মাথায় রেখে এবারও ভারত, পাকিস্তান খেলবে একই গ্রুপে। ‘এ’ গ্রুপে এই দুই দলের সঙ্গে আছে সংযুক্ত আরব আমিরাত আর ওমান। রাজনৈতিক বৈরিতার কারণে লিজেন্ডস লিগে ভারতের দল পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করলেও এশিয়া কাপে জাতীয় দল ঠিকই খেলবে। এশিয়া কাপের ম্যাচ দিয়ে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি মহড়া হয়ে যাবে। আট জাতির টি-টোয়েন্টি এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ৯ থেকে ২৮ সেপ্টেম্বর। গ্রুপ পর্ব থেকে দুটি করে দল উন্নীত হবে সেরা চারে। সুপার ফোরে লিগ ভিত্তিতে খেলা হবে। এখান থেকে সেরা দুই দল খেলবে ফাইনাল
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.