মাথাভাঙ্গা মনিটর: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের নামে গড়া হলো এক অনন্য রেকর্ড। ২০০ বা তার বেশি রান করেও তারা সপ্তমবারের মতো হেরে গেল, যা অন্য কোনো দলের নেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে ২০৫ রান তুলেও ৩ উইকেটে হার মানতে হলো ক্যারিবীয়দের। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ২০৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। কিন্তু অস্ট্রেলিয়া, মিচেল মার্শের নেতৃত্বে, ৪ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায়। জশ ইংলিশ ৩০ বলে ৫১, গ্লেন ম্যাক্সওয়েল ১৮ বলে ৪৭ (৬ ছক্কা, ১ চার) এবং ক্যামেরন গ্রিন ৩০ বলে ফিফটি করে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন। ম্যাচের শুরুতে মার্শ শূন্য রানে ফিরলেও ইংলিশ ও ম্যাক্সওয়েলের ঝড়ো ব্যাটিং ম্যাচের গতি বদলে দেয়। ওয়েস্ট ইন্ডিজের হারের বড় কারণ ছিল তাদের বাজে ফিল্ডিং। তিনটি সহজ ক্যাচসহ বেশ কয়েকটি ফিল্ডিং ভুল ম্যাচের ফল নির্ধারণে ভূমিকা রাখে। এই জয়ে অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ তে এগিয়ে গেল। আগের ম্যাচে সেঞ্চুরি করা টিম ডেভিডকে বিশ্রাম দেওয়া হলেও তার অভাব টের পাওয়া যায়নি। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ে কেউ ৩২ রানের বেশি না করলেও ২০৫ রান তুলে তারা আরেকটি রেকর্ড গড়ে। এটি টি-টোয়েন্টিতে ফিফটি ছাড়া দলীয় দ্বিতীয় সর্বোচ্চ স্কোর, ২০০৭ সালে অস্ট্রেলিয়ার ২২১ রানের পর।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.