গাংনীতে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ : শিশুসহ ৭ জন হাসপাতালে ভর্তি আগামী মাস থেকে ডেঙ্গু বৃদ্ধির আশঙ্কায় সতেচনতা বৃদ্ধির আহ্বান
স্টাফ রিপোর্টার: মেহেরপুরের গাংনী উপজেলায় আবারও বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। গেল কয়েক বছর ধরে মেহেরপুর জেলার মধ্যে গাংনী উপজেলায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। আগামী মাস থেকে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধির আশঙ্কায় সতেচনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলো দুদিনে শিশু ও বয়স্কসহ ৭জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। গতকাল সোমবার দুপুরে হাসপাতালের রেকর্ড থেকে এ তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, শারীরিক নানা সমস্যা নিয়ে প্রতিদিন অনেক মানুষ হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। এদের মধ্যে সন্দেহজনক ৭ জনের এনএস ওয়ান পরীক্ষায় পজিটিভ পাওয়া যায়। এসকল ডেঙ্গু আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি রেখে প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ-আল-আজিজ।
গাংনী হাসপাতাল সুত্রে জানা গেছে, চলতি মাসে গাংনী উপজেলায় ২৮জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। যা গেল জানুয়ারি থেকে আজ পর্যন্ত মোট সংখ্যা ৪১জন। গেল বছরের জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত সংখ্যা ছিল শূন্য। আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি ছিল। সে হিসেবে আগামী মাস থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা।
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ-আল-আজিজ আরও বলেন, ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে সবক্ষেত্রে ডেঙ্গুর বিষয়ে আরও বেশি সচেতনতা প্রয়োজন। সকলে মিলে যদি ডেঙ্গু প্রতিরোধে কাজ করা হয় তবে নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করেন তিনি।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.