কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জের বারবাজারে রিয়াদ হোসেন নামের (২২) এক বিক্রয় প্রতিনিধিকে মারধরের অভিযোগ উঠেছে মোদাচ্ছের হোসেন নামের এক দোকানদারের বিরুদ্ধে। এ ঘটনায় রিয়াদ হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, গত পরশু রোববার স্কয়ার টয়লেট্রিজ কোম্পানির বিক্রয় প্রতিনিধি রিয়াদ হোসেন (২২) বারবাজারের মদিনা স্টোরে পণ্য দিতে গেলে নানা রকম কথা বলে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করেন মদিনা স্টোরের স্বত্বাধিকারী মোদাচ্ছের হোসেন। এ পর্যায়ে রিয়াদ হোসেনকে মারধর করে তার কাছে থাকা ৫০ হাজার টাকা কেড়ে নেয় মোদাচ্ছের হোসেন। সে সময় স্থানীয়রা আহত রিয়াদ হোসনকে উদ্ধার করে বারবাজার থেকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে বাড়ি পাঠায়। এ ঘটনায় রিয়াদ হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের বিষয়ে জানতে মোদাচ্ছের হোসেনের ব্যবহরিত মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। কালীগঞ্জ উপজেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক শিপলু জামান বলেন, বিক্রয় প্রতিনিধিরা দোকানে পণ্য পৌছে দিয়ে ভোক্তার পণ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করে। সেই বিক্রয় প্রতিনিধিকে পিটিয়ে আহত করে যখন তার টাকা কেড়ে নেয়া হয়, তখন ব্যাপারটি নিশ্চয় দুঃখজনক। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। অভিযোগের ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান , আমি বাইরে ছিলাম, এখনো অভিযোগ হাতে পাইনি, পেলে তদন্ত করে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.