জীবননগরের আন্দুলবাড়িয়ায় মোটরসাইকেলের ধাক্কায় দিনমজুর নিহত

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়ার পোকামারী পাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় সুরুজ আলী নামে এক দিনমজুর নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে পোকামারী পাড়ায় গ্রামীণ সড়কে এ ঘটনা ঘটে। আহতকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে তার মর্মান্তিক মৃত্যু ঘটেছে। প্রত্যক্ষদর্শীগণ এ দুর্ঘটনার জন্য বেপরোয়া মোটরসাইকেল চালক ইয়াসিন আলীকে দায়ী করেছেন। রাতে নিহতের লাশ বাড়িতে রেখেই চলছিল আপোষ মীমাংসার দেন দরবার। পুলিশ বলছে এখনো ঘটনা সম্পর্কে কেউ কোনো অভিযোগ করেনি। ঘটনাটি খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে। গ্রামবাসী সূত্রে জানা গেছে, আন্দুলবাড়িয়ার পোকামারীপাড়ার মৃত রুস্তম আলীর ছেলে সুরুজ আলী ব্যাপারী (৬৫) গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের সড়াবাড়িয়া হাট থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পোকামারীপাড়ার মসলেম উদ্দিনের বাড়ির সামনে পৌঁছালে একই পাড়ার আক্কাছ আলীর ছেলে ইয়াসিন আলী (২২) বেপরোয়া গতির মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এ ধাক্কায় পথচারী সুরুজ আলী মাথায় আঘাত প্রাপ্ত হয়ে রক্তাক্তভাবে আহত হয়। আহতকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাবার পথিমধ্যে দর্শনা রেলগেটে পৌঁছালে তিনি মুত্যু বরণ করেন। ঘটনার প্রত্যক্ষদর্শীগন সুত্রে জানা গেছে, মোটরসাইকেল চালক ইয়াসিন আলী এ দুর্ঘটনার পর দাপট দেখিয়ে বলেন, মোটরসাইকেল কিনেছি কি আস্তে চালনোর জন্য? এ দাম্ভোক্তি দেখিয়ে নিহতর লাশ বাড়িতে রেখেই চালকের স্বজনরা নিহতর পরিবারের সাথে করছিল আপোষ মীমাংসার দেন দরবার। সূত্র জানান, পোকামারীপাড়ার মনির হোসেন নামে পাড়ার এক মাতুব্বরের মাধ্যমে চলছিল উভায় পক্ষের মধ্যে দরকষাকষি। নিহত সুরুজ আলী ব্যাপারীর ছেলে হানিফ এ প্রতিবেদককে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখানো আমরা কোন অভিযোগ করেনি। আত্মীয় স্বজনরা এলে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। পোকামারী পাড়ার মাতুব্বর মনির হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করে ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দেন। এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন, এখনো এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে। এ রিপোর্ট রাত ১০টায় লেখা পর্যন্ত লাশ সামনে রেখে উভয় পক্ষ আপোষ মীমাংসার জন্য দরকষাকাষি চলছিল। এ অপমৃত্যুর জন্য এলাকাবাসী দায়ী মোটরসাইকেল চালক ইয়াসিন আলীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More