সুশান্তের দুই বোনের বিরুদ্ধে মামলা, আদালত থেকে নোটিশ পেলেন রিয়া

স্টাফ রিপোর্টার:চলতি বছর সুশান্ত সিং রাজপুত মামলায় সিবিআই তার চূড়ান্ত রিপোর্ট দিয়েছে। সেখানেই জানানো হয়েছে, আত্মহত্যাই করেছিলেন সুশান্ত। সেই সময় অভিনেতার মৃত্যু নিয়ে জলঘোলা হয়েছিল বিস্তর। সে কারণে সুশান্তের সাবেক প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে ছিল একাধিক অভিযোগ। মাদকযোগের অভিযোগে গ্রেফতারও হয়েছিলেন তিনি। ২৭ দিন কারাবাসে ছিলেন অভিনেত্রী। তারপরে তিনি জামিন পান। যদিও আদালতের নির্দেশে একটা বাধা ছিল, রিয়া যা-ই করুন না কেন, বিদেশে যেতে পারবেন না।

কিন্তু সিবিআইয়ের পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার পর রিয়ার ওপর থেকে উঠে যায় সেই নিষেধাজ্ঞা। এবার আবার রিয়ার বিরুদ্ধে নোটিশ জারি করলেন আদালত। সেই নোটিশটি আইনি প্রক্রিয়ার অংশ, যা অভিযোগকারীকে তদন্তকারী সংস্থার মামলা বন্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানানোর সুযোগ দেয়।

অভিনেতার মৃত্যুর পর তার দুই বোন প্রিয়াংকা সিং ও মিতু সিংয়ের পাশাপাশি চিকিৎসক তরুণ নাথু রামের বিরুদ্ধে অভিযোগ জানান রিয়া। অভিনেত্রীর অভিযোগ— সুশান্তকে তারা চিকিৎসকের তদারকি ছাড়াই ওষুধ সংগ্রহে সহায়তা করতেন।

রিয়া আরও বলেন, সুশান্ত বাইপোলার ডিজঅর্ডারে ভুগছিলেন। অভিনেতার বোনেরা প্রায়শই তার ওষুধ বন্ধ করে দিতেন। সুশান্তের বোন তার মানসিক অবস্থা জানা সত্ত্বেও টেক্সট মেসেজের মাধ্যমে তার জন্য ওষুধের ব্যবস্থা করতেন। কিছু সময় নাকি প্রেসক্রিপশন জালও করতেন সুশান্তের দুই বোন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More