গাভাস্কারের ৪৬ বছরের রেকর্ড ভাঙার পথে গিল

স্টাফ রিপোর্টার:সুনীল গাভাস্কারের পর আরও ১৯জন এসেছিলেন। কেউই পারেনি। সাদা পোশাকের ক্রিকেটে কিংবদন্তি গাভাস্কারের গড়া একটি রেকর্ড এখনও অক্ষত। ১৯৭৮-৭৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক সিরিজে ৭৩২ রান করেছিলেন গাভাস্কার। ৪৬ বছর অক্ষত থাকা সেই রেকর্ডটি হাতছাড়া হলো বলে!

ওই সফরে ভারতে ছয়টি টেস্ট খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। পাঁচটি ড্র, একটিতে জিতে লম্বা সময়ের সিরিজটি নিজেদের করেছিল গাভাস্কারের দল। ওই সিরিজে ব্যাট হাতে দাপট দেখিয়েছিলেন কিংবদন্তি। এক সিরিজে তার আনা ৭৩২ রান এখনও ভারতীয় অধিনায়কের মাঝে সর্বোচ্চ।

সেটি অবশ্য খুব বেশি সময় হয়ত গাভাস্কারের দখলে থাকবে না। তা ভাঙার দাড়প্রান্তে ভারতের কঠিন সময়ের তরুণ অধিনায়ক শুবমান গিল। নেতৃত্বে অধিনায়ক হিসেবে অভিষেকের সিরিজে দুর্দান্ত ফর্মে আছেন গিল। তিন সেঞ্চুরিতে এখন পর্যন্ত তার রান ৭২২।

ওভালে ব্যাট করতে নামবেন কিংবদন্তির রেকর্ড থেকে ১১ রান দূরে থেকে। গিলের যা ফর্ম তা যদি ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের সবশেষ টেস্টেও বহাল থাকে, তবে রক্ষা পাবে না গাভাস্কারের রেকর্ড। ২৫ বর্ষী গিল এই সিরিজের ৪ টেস্টে একটি দ্বিশতক এবং ম্যাচ বাঁচানো সেঞ্চুরি হাঁকিয়েছেন। ওল্ড ট্রাফোর্ডের আগে অবশ্য দুই ইনিংসে ধুঁকেছিলেন। তবে ভারতের সিরিজ বাঁচানো শেষ টেস্টে তার দায়িত্ব বড়ই থাকবে।

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ আপাতত ২-১ ব্যবধানে পিছিয়ে ভারত। শেষ অর্থাৎ পঞ্চম টেস্টে হার কিংবা ড্র হলেই গিলের হাতছাড়া হবে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More