স্টাফ রিপোর্টার:পাকিস্তানের কারাকোরাম পাহাড় চড়তে গিয়ে প্রাণ হারিয়েছেন জার্মান অলিম্পিয়ান লরা ডালমাইয়ার। গত সোমবার পাকিস্তানের পর্বতারোহণের সময় পাথরের আঘাতে মারা যান। লরার ইচ্ছের প্রতি সম্মান দেখিয়ে তার মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়নি।
আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, লরা ডালমাইয়ার কারাকোম পাহাড়ে চড়ার সময় তার সঙ্গী ছিলেন মারিনা ইভা। দুর্ঘটনার পর ইভা জরুরি সেবায় যোগাযোগ করেছিলেন। প্রায় ৫৭০০ মিটার উচ্চতায় ঘটা দুর্ঘটনার পর লরাকে উদ্ধারের জন্য জার্মানি ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ দল দ্রুতই উদ্ধার কাজ শুরু করে। কিন্তু বিরূপ আবহাওয়ায় তাতে বিঘ্ন ঘটে।
ডালমাইয়ারের ম্যানেজমেন্ট কোম্পানি বুধবার জানিয়েছে, ২৮ জুলাই দুর্ঘটনার দিনই লরার মৃত্যু হয়ে থাকতে পারে।
জার্মান এই অ্যাথলেটের মৃত্যুর পর তার ইন্সটাগ্রামে একটি বিবৃতিতে জানানো হয়, ‘লরার স্পষ্ট ও লিখিত ইচ্ছা ছিল, এ ধরনের ঘটনা ঘটলে কেউ যেন তাঁকে উদ্ধার করতে নিজের জীবন ঝুঁকিতে না ফেলে। তার ইচ্ছা ছিল এমন ঘটনায় তার দেহাবশেষ যেন পর্বতের মধ্যেই থাকে। এটি তাঁর স্বজনদেরও চাওয়া, লরার শেষ ইচ্ছাকে যেন সম্মান জানানো হয়।’
জার্মানির হয়ে দুবার শীতকালীন অলিম্পিকে পর্বতারোহণের অভিজ্ঞতা আছে ডালমাইয়ারের। ২০১৮ পিয়ংচ্যাং অলিম্পিকে দুটি সোনা ও একটি ব্রোঞ্জ জিতেছেন ৩১ বছর বয়সী এই অ্যাথলেট। ইতিহাসের প্রথম নারী হিসেবে একই অলিম্পিকে স্প্রিন্ট ও পারস্যুট দুই ইভেন্টেই সোনা জিতেছেন লরা।
২০১৯ সালে অবসরের আগে ৫টি বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে ৭টি সোনা সহ মোট ১৫টি পদক জেতেন ডালমাইয়ার।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.