স্টাফ রিপোর্টার:আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসির সঙ্গে ইন্টার মিয়ামির চুক্তি শেষের পথে। আর মেরেকেটে ৪ মাসের মতো বাকি। এই মুহূর্তে এসে তিনি ফ্লোরিডার ক্লাবটিতে আরও কয়েক বছর থাকবেন কি না, তা নিয়ে জল্পনা কল্পনা চলছেই। তবে ক্লাবটির কোচ হাভিয়ের মাসচেরানো আশাবাদী, মেসি চুক্তি নবায়ন করবেন।
মেসির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে চলতি বছরের ডিসেম্বরে। মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইন্টার মিয়ামি কর্তৃপক্ষ মেসির সঙ্গে আরও তিন বছর, অর্থাৎ ২০২৮ সাল পর্যন্ত নতুন চুক্তি নিয়ে আলোচনা করছে।
এই বিষয়ে মাসচেরানো বলেন, ‘লিওকে নিয়ে আমরা সবাই চাই সে চুক্তি নবায়ন করুক। এটি ক্লাব ও মেসির মধ্যকার সিদ্ধান্ত। তারা এটা নিয়ে ব্যক্তিগতভাবে আলোচনা করছে। সময় এলে এবং তারা যদি চুক্তিতে পৌঁছায়, তাহলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে।’
ইন্টার মিয়ামির সঙ্গে মেসির নতুন চুক্তিটা এখনও গুঞ্জনের পর্যায়েই আছে। তবে মাসচেরানো সেসবকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না দিলেও আশা করছেন, সে গুঞ্জনটা সত্যিই হবে। তিনি বলেন, ‘আমিও সেই গুজব শুনেছি। তবে আমি শুধু এটুকুই বলতে পারি, আমরা সবাই চাই লিও আমাদের সঙ্গেই থাকুক।’
৩৮ বছর বয়সী মেসি ২০২৩ সালের জুলাইয়ে ইন্টার মিয়ামিতে যোগ দেন। যোগ দেওয়ার পর থেকেই তিনি ক্লাবের জন্য গুরুত্বপূর্ণ পারফরম্যান্স দিয়ে যাচ্ছেন। এখন দেখার বিষয়, মিয়ামিতে তার অধ্যায় কতটা দীর্ঘ হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.